– প্রোফেসর বোস… ও প্রোফেসর বোস? আছেন নাকি?
– বলুন অরিন্দমবাবু কী খবর?
– আরে ধুর এই লকডাউনের বাজারে আর খবর! সারাদিন বাড়িতে বন্দী!
– কোথায় বন্দী? এই তো আমার বাড়ি চলে এসেছেন!
– মানে ওই আর কি! একটু আগেই আপনার ওই মজার পোস্ট দেখে আপনার কথা মনে পড়ল।
– সেই জন্যে আমাকে জ্বালাতে এলেন!
– হে হে! কি যে বলেন! তা আপনার খবর কী? কী করছেন আজকাল?
– একটা ভাইরাস তৈরী করলাম!
– অ্যাঁ? সে কি মশাই? একে করোনায় রক্ষে নেই আবার আপনি ভাইরাস বানিয়েছেন? সর্বনাশ! আমি চলি!
– আরে ধুর মশাই! এ ভাইরাস সে ভাইরাস নয়!
– তাহলে? এটা কী?
– এটা হল গিয়ে কম্পিউটারের ভাইরাস! এটাকে ম্যালওয়ারও বলা যায়! তবে আপনি অত বুঝবেন না। তাই ভাইরাসই বলছি!
– তা? এটা কী করে? কম্পিউটারের করোনা রোগ হবে না তো এতে?
– আরেহ না রে বাবা! করোনার সাথে এর কোনো সম্পর্ক নেই!
– ওহ! আচ্ছা! তাহলে?
– এই ভাইরাসটা আমি ভাবছি ফেসবুকের সার্ভারে ইনসার্ট করে দেবো!
– মানে? একি? এসব কেন করবেন আপনি?
– আছে আছে মশাই। দরকার আছে। ফেসবুকে আজকাল মানুষ খুব ভয়ংকর অন্যায় করেও পার পেয়ে যাচ্ছে। তার জন্যেই এই ভাইরাসের ব্যবস্থা!
– কিন্তু এতে হয় টা কী?
– এই যে ধরুন ফেসবুকে মানুষ এত কিছু শেয়ার করছে। কেউ গান গাইছে, কেউ মজার ভিডিও বানাচ্ছে, কেউ মজার ভিডিও বানাচ্ছে আবার কেউ নিজের কোনো ঘটনা শেয়ার করছে!
– হ্যাঁ? তো?
– এবার দেখবেন কিছু মানুষ আছে যারা এই সমস্ত পোস্ট দেখে শুধুমাত্র একটাই রিয়্যাকশন দেয়। সেটা হল লাইক। ভালো ছবি দেখলেও লাইক, ভালো গল্প পড়লেও লাইক, প্রচন্ড মজার মিম দেখলেও লাইক। মানে ধরুন ২০০ টা লাভ রিয়্যাক্ট আর ২ টো লাইক। কিংবা ৪০০ টা হাহা রিয়্যাক্ট আবার ৩ টে লাইক! আরে তোর ভালো না লাগলে ইগনোর করে যা না। না। তা তারা করবে না। লাইক না দিলে ওদের শান্তি হয় না! এই সব অসভ্য বর্বর জীব গুলোর জন্যই এই ভাইরাস!
– মানে? এতে কী হবে?
– যারা এই ধরনের মিমে হাহা দেয়! কিংবা সুন্দর ছবিতে লাভ বা ওয়াও এর বদলে লাইক দেয় তাদের…
– ইয়ে আমার ফোনটা কেমন যেন গরম হয়ে গেছে পকেটে! কী ব্যাপার বলুন তো!
– ওটা বের করে টেবিলে রাখুন… ও হ্যাঁ যেটা বলছিলাম পোস্টে রিয়্যাক্ট এর বদলে, তারা যদি এর পর থেকে কখনও লাইক দেয় তাহলে প্রথমেই ওই লাইক বাটন দিয়ে ভাইরাস ঢুকবে ওদের ফোনে! তারপর ওই ফোন হ্যাং করবে। গরম হবে এবং তারপরেই

*দুম!*

–  আরে! একি! এটা কী হল? প্রোফেসর বোস, আমার ফোন টা ফেটে গেল কেন এভাবে?
– আপনি বললেন না আমার বাড়ি আসার আগে আমার মজার পোস্ট দেখেছেন ফেসবুকে। সেই পোস্ট এ লাইক দিয়েছেন কী?
– :'( :'( আমার ফোন… আমার ফোন টা…
– আপনি আজ আসুন অরিন্দম বাবু!
– কিন্তু আমার ফোন টা…
– নতুন ফোন কিনে নিন! কিন্তু খবরদার কারুর রিয়্যাক্টযোগ্য পোস্টএ যদি লাইক দিয়েছেন! তাহলেই…
–  -_-

প্রোফেসর বোস ফিরলেন

Arnab Mondal


হিজিবিজি লেখা আর বিরিয়ানি নিয়ে Phd করছি আর আকাশবাণী কলকাতায় নিজের কন্ঠস্বর ভাড়া দিয়ে সংসার চালাচ্ছি।


Post navigation


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করবেন না দাদা/দিদি