– বলুন।
– কী বলব?
– মানে? আপনি তো ছাদে আসতে বললেন!
– ক্যামেরা কই আপনার?
– ক্যামেরা মানে?
– ক্যামেরা মানে জানেন না? আপনি যে সিনেমাটোগ্র্যাফার?
– না মানে… আপনি তো আনতে বলেন নি ক্যামেরা?
– ও মা গো! বিকেল বেলা একটি সিনেমাটোগ্র্যাফার কে একটা মেয়ে যখন ছাদের ডাকে, তখনও কি ক্যামেরা নিয়ে ওঠার কথা বলে দিতে হবে?
– আপনি এরকম ভাবে কথা বলছেন কেন?
– নেকুপুষু! ক্যামেরা না নিয়ে এসেছেন কেন? কেন ডেকেছি মনে হয়?
– ওই যে বললেন? কিৎকিৎ খেলবেন!
– আপনি পারেন খেলতে? দেখে তো মনে হচ্ছে ২ মিনিটেই উইকেট পড়ে যাবে।
– আপনি দেখেও এসব বুঝতে পারেন? বই এর কভার দেখে বই কে জাজ করবেন না।
– মানে আপনি বলছেন টুথপেস্ট থেকে পেস্ট এত সহজে বেরোয় না।
– আমি কিছুই বলছি না। আপনি ছাদে ডাকলেন তাই এলাম।
– দরকার না থাকলে চলে যাচ্ছি।
– আচ্ছা!
– আচ্ছা মানে? সত্যি চলে যাবো?
– আপনি যদি দরকার ছাড়া থাকতে না চান তাহলে চলে যান। দাঁড়িয়ে থেকে কী করবেন?
– সরি… আমি আসলে ওভাবে বলতে চাই নি।
– কীভাবে চেয়েছিলেন?
– হ্যাঁ??
– বলতে? কীভাবে বলতে চেয়েছিলেন?
– বাদ দিন। আমি আসি।
– চলে যাচ্ছেন?
– হ্যাঁ যাই আমি…
– কেন? আমার সাথে কথা বলতে ভালো লাগছে না?
– লাগছে। কিন্তু আপনাকে দেখতে আরও ভালো লাগছে।
– Um.. Okay… Thanks… কিন্তু তার জন্যে চলে যাচ্ছেন কেন?
– আবার ফিরে আসব। চাপ নেই। ক্যামেরা আনতে যাচ্ছি।
– ওহ। আচ্ছা। বুঝলাম। ঠিক আছে যান। দেরী করবেন না। অন্ধকার নামলো বলে।
– হ্যাঁ । সঙ্গে থাকুন। ফিরছি ছোট্টো একটা ইয়ের পরে… ব্রেকের পরে…
– বাল একটা। 😀
Secular Weirdo
Personal blog of Arnab Mondal