–      অ্যাই কী করছিস ওটা তখন থেকে?

–      আ-আমি? কী করলাম আবার?

–      পুষ্পাঞ্জলীর সময় থেকে দেখছি। শুধু আড় চোখে আমার দিকে তাকাচ্ছিস!

–      মোটেই না… আমি সরস্বতী মা এ দিকে দেখছিলাম। তোমার দিকে কেন দেখতে যাব?

–      তার মানে আমি মিথ্যে বলছি?

–      আমি কি জানি। তুমি ভুল দেখেছো আমি তোমায় দেখছিলাম না।

–      সব বুঝি বাওয়া! সব দেখেছি আমি। একবার নয়। অনেকবার দেখছিলি।

–      এক সেকেন্ড?

–      কী?

–      আমি আড়চোখে তোমায় দেখছিলাম তুমি জানলে কীভাবে? তুমিও কি আমায় দেখছিলে?

–      খুব পাকা না তুই? কি নাম তোর?

–      দীপ। তোমার নাম নীলাঞ্জনা তো?

–      হ্যাঁ! কে বলল?

–      মনে নেই।

–      সেই না? কোন ইয়ার তোর?

–      ফার্স্ট ইয়ার।

–      আমি কোন ইয়ার জানিস?

–      না। কোন ইয়ার?

–      থার্ড ইয়ার।

–      ওহ আচ্ছা। বুঝলাম।

–      সুতরাং আমার সাথে পাকামি করবি না। সিনিয়র দের ডাকব দেখবি?

–      আমার ভুল হয়েছে। সরি।

–      এই তো সোনা ছেলের মত কথা।

–      না। আমার ভুল হয়েছে তোমার দিকে তাকানো। কারণ আমি জানতাম না তোমার নিজের কিছু করার দম নেই!

–      Excuse me?

–      আমাকে ভয় দেখানোর জন্য সিনিয়র দের ডাকবে বলছ! তোমার দিকে দেখছিলাম বলে। নিজের কিছু ক্ষমতা নেই তো! তাই বললাম আমার ভুল হয়েছে!

–      খুব ফটফট করে কথা বলছিস তো! আমার ক্ষমতা দেখবি?

–      সবার সামনেই দেখাবে?

–      ও বাবা! তুমি তো ধানি লংকা দেখছি? শোন আমার পেছনে লাগিস না। ফল ভালো হবে না।

–      Okay. লাগব না।

–      হুম। যা ভাগ এবার!

–      আচ্ছা!

–      এই এক মিনিট?

–      কী?

–      সত্যি সত্যি চলে যাচ্ছিস কেন?

–      মানে? তুমি তো যেতে বললে!

–      হ্যাঁ, বললাম বলেই চলে যাবি! আমার দিকে হাঁ করে তাকানোর আগে আমাকে জিজ্ঞেস করেছিলি? এখন এত ঢং করছিস কেন?

–      শাড়ি পরে খুব মিষ্টি লাগছে তোমাকে।

–      জানি আমি। আয়নায় দেখেছি।

–      ওহ! Okay.

–      চল আমার সাথে।

–      কোথায় যাবো?

–      আমার এক্স বয়ফ্রেন্ডের সাথে কোথায় লুকিয়ে প্রেম করতাম দেখাবো!

–      কেউ দেখে ফেললে?

–      দেখাতে নিয়ে যাচ্ছি। প্রেম করতে না। চুপচাপ চল।

–      ওহ। Okay.

–      I mean… জায়গাটা! জায়গাটা দেখাতে।

–      আমি অন্য কিছু ভাবিও নি!

–      আমার দুর্ভাগ্য!

–      What?

–      What 😉

নীলাঞ্জনা

Arnab Mondal


হিজিবিজি লেখা আর বিরিয়ানি নিয়ে Phd করছি আর আকাশবাণী কলকাতায় নিজের কন্ঠস্বর ভাড়া দিয়ে সংসার চালাচ্ছি।


Post navigation


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করবেন না দাদা/দিদি