– হাই
– বলুন
– আপনি ম্যারেড?
– কেন? তাহলে লাইন মারবেন না?
– আরে না না… মানে…
– তাহলেও লাইন মারবেন? পরকীয়া করতে ভয় লাগবেনা?
– আরেহ! আসলে আপনার ফটো দেখলাম বেনারসী তে তাই জিজ্ঞেস করলাম।
– ওটাকে ব্রাইডাল ফটোশ্যুট বলে।
– ওহ। তাহলে আপনি বিবাহিত নন?
– বার বার এক কথা কেন জিজ্ঞেস করছেন? বিবাহিত হলে কী করবেন?
– কিছুই করব না।
– ওহ। আচ্ছা আমি বিবাহিত নই। এবার বলুন কী করবেন?
– কিছুই করব না?
– বাহ! বড় ভালো ছেলে তো আপনি।
– ভালো ছেলে কিনা জানিনা। তবে বড়।
– হ্যাঁ? কী?… ওহ… ওহ! বাবাহ! ডুয়্যাল মিনিং ও পারেন!
– ওই আর কি!
– আপনার হাইট কত?
– ৫ ফুট ১০।
– বয়স?
– ৩০
– ভেরি গুড! কী করেন?
– সিনেম্যাটোগ্রাফার?
– কার সিনেমা? সিজিদ্দা বলবেন না প্লিজ।
– নাহ। ডিপেন্ড করে। ফ্রিল্যান্স কাজ করি।
– হুম। মানে স্ট্রাগল করেন। আপনার বাড়িতে আর কে কে আছে?
– মা, বাবা, বোন!
– আপনার টুথপেস্টে কী নুন আছে?
– অ্যাঁ?
– কি অ্যাঁ?
– আছে?
– টুথপেস্ট… না… নুন নেই… নাহ।
– ঠিক আছে। আপনি এলিজিবল।
– কী?… কী?… কীসে এলিজিবল?
– আমাদের বাড়ির কাজের মেয়েটার জন্য ছেলে খোঁজা চলছে।
– কী? কাজের মেয়ের জন্য এলিজিবল? এই রে… মানে…
– আরে ধুর মড়া! কথাটা শুনুন না বাল।
– সরি… হ্যাঁ… বলুন…
– হ্যাঁ। আমাদের বাড়িতে যে কাজ করে তার জন্য ছেলে খোঁজা চলছে। সেই জন্যে আমি এখন একটু Busy. ক’দিন পরে লাইন মারুন। প্রেম করব।
– লাইন? What?
– লাইন মারতে পারেন না? ঢং যত!
– না মানে পারি… আমি… তো ছোটবেলা থেকে… আসলে…
– ছোটোবেলা থেকে লাইন মেরে মেরে বড় হয়েছেন?
– আরে না না… আমি আসলে… ইয়ে…
– নাহ। আপনার দ্বারা কিছু হবে না। আপনি ছাদে আসুন তো একবার এখন…
– এখন?
– হ্যাঁ। এখন। আপনি সেকেন্ড ফ্লোরে থাকেন তো আমাদের অ্যাপার্টমেন্টে? ছাদে চলে আসুন।
– কেন?
– কিৎকিৎ খেলব বলে। চলে আসুন।
– আচ্ছা!

টুথপেস্ট, কিৎকিৎ ইত্যাদি

Arnab Mondal


হিজিবিজি লেখা আর বিরিয়ানি নিয়ে Phd করছি আর আকাশবাণী কলকাতায় নিজের কন্ঠস্বর ভাড়া দিয়ে সংসার চালাচ্ছি।


Post navigation


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করবেন না দাদা/দিদি