এটিএম ওটিপি ইত্যাদি – ১ – https://secularweirdo.com/2020/01/28/%E0%A6%8F%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%8F%E0%A6%AE-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A1-%E0%A6%93%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%AA%E0%A6%BF-%E0%A6%87%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A6

– হ্যালো মিস্টার আদিত্য?…
– হ্যাঁ কে?
– স্যার আমি বেঙ্গল ন্যাশনাল ব্যাঙ্ক থেকে….
– ওহ আবার ফোন করেছেন? আমার অ্যাকাউন্টে আর টাকা নেই। আপনাকে আর দিতে…
– সরি স্যার। আপনার অ্যাকাউন্টে বোধহয় কোনো সমস্যা হয়েছে। আপনি কি নতুন এটিএম কার্ড পেয়েছেন?
– আরে কেন শুধু শুধু টাইম নষ্ট করছেন? আমার আর টাকা নেই।
– আপনার অ্যাকাউন্টে কিছু একটা গোলমাল হয়েছে। আপনি কাইন্ডলি আপনার অ্যাকাউন্ট নাম্বার টা কনফার্ম করবেন প্লিজ?
– আরে কেন ন্যাকামো করছেন বলুন তো?
– আমি বলছি স্যার একটু কনফার্ম করুন। 5492747519
– হ্যাঁ। এটাই। কিন্তু আমার-
– IFSC Code BNB006481.
– আপনার নাম সুদীপ্তা তো? আপনাকে বার বার বলছি আমার ব্যাল্যান্স এখন জিরো। কোনো লাভ নেই এসব করে!
– এক মিনিট স্যার! প্রসেস হচ্ছে!
– কি প্রসেস হচ্ছে?
– এক মিনিট স্যার!
– আরে ধুর বাল!কীসের ১ মিনিট??? কী হবে ১ মিনিটে?
– একটু কাইন্ডলি দেখবেন আপনার ফোনে কোনো মেসেজ ঢুকেছে কিনা?
– কী মেসেজ?
– ঢুকে যাবে স্যার!
– কী?
– স্যার একটা নাম্বার লিখুন?
– কী নাম্বার?
– ৭৯৮০…
– আরে আরে দাঁড়ান.. রেফারেন্স নাম্বার নাকি? এক মিনিট
– Okay sir
– হ্যাঁ বলুন।
– 7 9 8 0 3 8 4 1 7 6.
– হ্যাঁ। লিখলাম। কী করব এবার?
– কোনো সমস্যা হলে ওই নাম্বারে জানাবেন প্লিজ! ফোন করে। ময়ূরিকার খোঁজ করবেন!
– সে কে?
– ঠিক আছে স্যার। অনেক ধন্যবাদ!
– আরে ধুর! আমার একটা প্রশ্নের উত্তর অন্তত দিন। কে ময়ূরিকা? কী করবে সে?
– আপনি কি গাড়ল? ফোনের মেসেজ চেক করে ওই নাম্বারে ফোন করে নিন। সব বুঝে যাবেন!
– Excuse Me? কী বললেন?

ফোন টা কেটে গেল!

আদিত্য ইনবক্স চেক করল। দুটো মেসেজ ঢুকেছে।

একটায় লেখা – Rs. 67000/- has been credited to your account ending with XXXXXXXXX7519 with Ref. No. BNBSC00908574 on 31.01.2020

আর একটায় লেখা- টাকা টা ফিরিয়ে দিলাম। সেই ডেটের অফার টা কী এখনও আছে?

আদিত্য একটা নিঃশ্বাস ফেলল। এটা দীর্ঘশ্বাস নয়। প্রশান্তির নিঃশ্বাস!

এটিএম, ওটিপি ইত্যাদি ২

Arnab Mondal


হিজিবিজি লেখা আর বিরিয়ানি নিয়ে Phd করছি আর আকাশবাণী কলকাতায় নিজের কন্ঠস্বর ভাড়া দিয়ে সংসার চালাচ্ছি।


Post navigation


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করবেন না দাদা/দিদি