– কীরে ঠিক হল সব?
– না।
– এখনও হয় নি? কী যে করিস না তোরা!
– এই শোন, জীবনে কটা প্রেম করেছিস? প্রেম নিয়ে জ্ঞান দিচ্ছিস কেন?
– আরে! এত হাইপার হওয়ার কী হল? লাস্ট কখন কথা হয়েছে ওর সাথে?
– মনে নেই!
– প্লিজ! আমার কাছে ঢপবাজি করিস না! সত্যি করে বল।
– ৩ দিন ১৬ ঘন্টা ৪৪ মিনিট আগে!
– সত্যি কাউন্ট করছিস নাকি বাল?
– বাদ দে না! তুই কোথায় বেরিয়েছিস?
– আরে তোর ক্যামেরায় পরশুর ফটোগুলো আছে তো ওগুলোই আনতে এলাম।
– ওহ হ্যাঁ। দেখ ব্যাগেই আছে ক্যামেরা। নিয়ে নে।আমার উঠতে ইচ্ছে করছে না!
– শালা সামান্য ঝগড়া হলেই এরকন মিইয়ে যাস কেন? আগে তো ছিলি না এরকম!
– কারন ঝগড়াগুলোর পর ভরসা পাই না আর!
– মানে?
– মানে আগে ঝগড়া হলেও ভরসা পেতাম! ঠিক হয়ে যাবে জানতাম। আগে দু দিক থেকেই একটা ঝামেলার পর সব ঠিক করে নেওয়ার জন্য এফর্ট আসত। এখন এফর্টটা একতরফা হয়ে গেছে খুব!
– তাই যখন হয়েছে তখন ওর জন্য অপেক্ষা না করে নিজেই ঠিক করে নে সব। ফোন কর ওকে!
– না রে! এবারের ঝামেলাটা ওর কাছে একটা রাস্তার মত। সম্পর্ক টা থেকে বেরিয়ে স্বাধীনভাবে থাকার রাস্তা ওর কাছে খুলে দিয়েছি আমি। তিনদিন পরেও যোগাযোগ করছে না মানে, নিশ্চয় ওই রাস্তাটাই বেছে নিতে চাইছে। আর তাই যদি হয় আমি আটকাবো না ওকে!
– তার মানে তুই যোগাযোগ করবি না?
– নাহ রে! সবসময় একতরফা এফর্ট না থাকাই ভালো! যেটা থাকার নয় সেটা হাজার এফর্ট দিলেও থাকবে না!
– আর তুই এভাবে গুমরে গুমরে মরবি?
– ছাড় তো বাল! ঝাঁট জ্বালাস না। ফটো নেওয়া হল? হয়ে গেলে পালা!
– আমায় তাড়ানোটা বোধহয় সহজ তাই না? মনের মধ্যে যেই চিন্তাগুলো ঘুরে বেড়াচ্ছে সেগুলোকে তাড়ানোর চেয়ে?
– উফফ! তুই যাবি?
– হুম। যাচ্ছি। একা থাকতে চাপ হলে ডাকিস। চলে আসবো!
– লাগবে না। তুই যা!
– বেশ!
– আচ্ছা শোন!
– কী?
– তোর এখন ফিরে কী কাজ?
– কেন? কী দরকার?
– না মানে.. তুই চাইলে একটুক্ষন বসতে পারিস! তোর বকবক টা বেশ লাগছে। ভুলভাল চিন্তা কম আসছে।
– ওহ আচ্ছা তাই? তাহলে বসি।
– থ্যাঙ্ক ইউ! তুই কথা বল। আমি একটু চোখটা বন্ধ করে শুয়ে থাকি। কেমন?
– কী কথা বলব? যা খুশী!
– তোর আর খুসনুদের সম্পর্ক কীভাবে শুরু হয় সেই গল্প টা বল।
– ভাই এটা অন্তত ১০ বার বলেছি এর আগে! আর আমাদের বহুকাল আগেই ব্রেক আপ হয়ে গেছে। সেই গল্পও তুই জানিস!
– হোক। তাও বল। আবার শুনব! সম্পর্ক শুরুর গল্পটা বল। একেই আজ দশমী। তার ওপর আরও মন খারাপ করতে ইচ্ছে করছে না।
– বাল! ঠিক আছে। বলছি… তুই চোখ বন্ধ কর!
– হ্যাঁ!

সম্পর্ক

Arnab Mondal


হিজিবিজি লেখা আর বিরিয়ানি নিয়ে Phd করছি আর আকাশবাণী কলকাতায় নিজের কন্ঠস্বর ভাড়া দিয়ে সংসার চালাচ্ছি।


Post navigation


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করবেন না দাদা/দিদি