–         শোন…

–         বলে ফ্যাল

–         একটা কথা বলার ছিল।

–         জানি।

–         কী করে জানলি?

–        কথা যখন শুরু করেছিস তার মানে কিছু তো বলবিই।

–         ও হ্যাঁ। Right.

–         বল কী বলবি।

–         আমি জানিনা আমার এই কথাটা বলার অধিকার আছে কিনা… মানে… অধিকার ঠিক না… মানে জাস্ট একটা রিকোয়েস্ট করব।

–         কী হয়েছে? কী বলবি বল না।

–         তুই আজ একটা ছবি দিয়েছিস দেখলাম। ফেসবুকে।

–         বিকিনি পরে যেটা?

–         হ্যাঁ। ওটাই…

–         হ্যাঁ দিয়েছি তো। গোয়াতে তোলা ওটা। গতবছর গিয়েছিলাম।

–         বয়ফ্রেন্ডের সাথে?

–         হ্যাট শালা। পাগলা নাকি? গোয়া যাবো বয়ফ্রেন্ডের সাথে? অত দম নেই

–         ওহ আচ্ছা। মানে বয়ফ্রেন্ড নেই না দম নেই?

–         আমি সিঙ্গল আছি কিনা জানতে চাইছিস?

–         না না। ওরকম কিছু না… মানে…

–         কী বলবি বলছিলি বল।

–         ও হ্যাঁ। বলছিলাম যে ইয়ে… বিকিনি পরে ফটো ফেসবুকে দিস তুই। আর ভুলভাল লোকজন কমেন্ট করে তাতে।

–         তোর তাতে কী? তোর ইচ্ছে হলে তুইও কর।

–         কী করব?

–         কমেন্ট।

–         ওহ আচ্ছা। নাহ। আসলে আলতু ফালতু লোকজন কমেন্ট করে “Nyc lagche” “Puro Agun” etc… এগুলো দেখে কেমন একটা লাগে।

–         কেমন লাগে?

–         জানিনা… ভালো লাগে না।

–         দেখ প্রথমত যারা ওরকম উলটোপালটা কমেন্ট করে তারা তো আমাকে পাবে না। কাজেই ওসব ফ্রাস্ট্রেশনের কমেন্টে কিই বা আসে যায়!

–         তোর বয়ফ্রেন্ড কিছু বলে না এসব আপলোড করলে?

–         বললেও আমি পাত্তা দিই না। দেখো ভাই… আমার প্রোফাইল… আমি কি আপলোড করব কি আপলোড করব না সেটা তো বয়ফ্রেন্ড ঠিক করে দেবে না। তাই না?

–         হুম… তার মানে তোর বয়ফ্রেন্ড আছে?

–         হ্যাঁ। ওই আর কি… আছে একজন।

–         আমি চিনি?

–         হ্যাঁ। ওই তো বসে আছে সামনে।

–         অ্যাঁ। কোথায়?

–         ওই তো! সামনের ওই দোকানটার দিকে তাকা।

–         কোনটা রে? আরে ওই যে বাইকের শোরুম টা। সামনে তাকা।

–         কিছুই তো দেখা যাচ্ছে না।

–         ওই যে বসে আছে। দেখ। নীল শার্ট পরে। ভাল করে তাকা।

–         কাঁচের দরজা তো। ভেতরের কিছু দেখা যাচ্ছে না।

–         ওরে গান্ডু তাহলে কি দেখা যাচ্ছে ওখানে?

–         প্রতিবিম্ব!

–         Exactly.

–         মানে… আমি…

–         Shut up! গাড়ল একখান! -_-

প্রতিবিম্ব

Arnab Mondal


হিজিবিজি লেখা আর বিরিয়ানি নিয়ে Phd করছি আর আকাশবাণী কলকাতায় নিজের কন্ঠস্বর ভাড়া দিয়ে সংসার চালাচ্ছি।


Post navigation


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করবেন না দাদা/দিদি