– আপনি আজকাল খুব রাজনৈতিক পোস্ট দিচ্ছেন দেখছি।
– ওহ আচ্ছা।
– ওহ আচ্ছা মানে? খুব ঘ্যাম নাকি?
– মানে? কী বলব আর? আপনি দেখছেন ভালো কথা। তাতে আমি কী করব?
– কেন দিচ্ছেন?
– যাতে সুন্দরী মেয়েরা আমাকে মেসেজে জিজ্ঞেস করে কেন রাজনৈতিক পোস্ট দিচ্ছি?
– ওহ তাই বুঝি? ^_^
– হ্যাঁ। কিন্তু এখনও অবধি কেই জিজ্ঞেসই করল না!
– What? আপনি আমাকে খারাপ দেখতে বললেন?
– এমা! সেটা কখন বললাম?
– এই তো বললেন সুন্দরী মেয়েরা মেসেজ করছে না।
– হ্যাঁ করছে না তো!
– এই তো আমি মেসেজ করেছি। আমি সুন্দরী না?
– Um…
– কী হল? বলুন? আমি সুন্দরী না?
– হ্যাঁ নিশ্চয় সুন্দরী! নিশ্চয় সুন্দরী।
– এটা তো আপনি মন থেকে বলছেন না।
– তাহলে কী থেকে বলছি?
– আবার অসভ্যতামো করছেন? লজ্জা করে না?
– নাহ। একদম করে না।
– বাহ! আমার অসভ্য ছেলেই পছন্দ। আপনি কোথায় থাকেন?
– কলকাতায়। আপনি?
– আমিও তো তাই! দেখা করবেন নাকি?
– হ্যাঁ করতেই পারি।
– আপনি কি একা থাকেন?
– হ্যাঁ। থাকি তো! কেন?
– তাহলে আপনার বাড়ি যাই?
– এই রে বাড়িতে! কেন?
– তাহলে আপনার অসভ্যতামো করতে সুবিধে হবে!
– ও হ্যাঁ তাও ঠিক। আচ্ছা বেশ! কবে আসবেন বলুন!
– কাল?
– আচ্ছা আসুন। আমার ঠিকানা হল ১০৭/১বি, দুর্গাদাস মুখার্জি লেন, এম.জি.রোড
– আচ্ছা। কাল আসছি তাহলে। রেডি থাকবেন কিন্তু।
– হ্যাঁ নিশ্চয়। 😀
ফেসবুক বন্ধ করার পর একজন –
উফফ! কি মজা! কাল হবে!!! যাই ডোনকম টা কিনে আনি। 😀
ফেসবুক বন্ধ করার পর আর একজন –
এই ভাই আর একজন দেশদ্রোহীর ঠিকানা পেয়েছি। বান্টুদা কে খবর দে। কাল হামলা করব। এই বালটা একাই থাকে। সুতরাং কাল পুরো গেড়ে দিয়ে ফিরব!