– আপনি আজকাল খুব রাজনৈতিক পোস্ট দিচ্ছেন দেখছি।
– ওহ আচ্ছা।
– ওহ আচ্ছা মানে? খুব ঘ্যাম নাকি?
– মানে? কী বলব আর? আপনি দেখছেন ভালো কথা। তাতে আমি কী করব?
– কেন দিচ্ছেন?
– যাতে সুন্দরী মেয়েরা আমাকে মেসেজে জিজ্ঞেস করে কেন রাজনৈতিক পোস্ট দিচ্ছি?
– ওহ তাই বুঝি? ^_^
– হ্যাঁ। কিন্তু এখনও অবধি কেই জিজ্ঞেসই করল না!
– What? আপনি আমাকে খারাপ দেখতে বললেন?
– এমা! সেটা কখন বললাম?
– এই তো বললেন সুন্দরী মেয়েরা মেসেজ করছে না।
– হ্যাঁ করছে না তো!
– এই তো আমি মেসেজ করেছি। আমি সুন্দরী না?
– Um…
– কী হল? বলুন? আমি সুন্দরী না?
– হ্যাঁ নিশ্চয় সুন্দরী! নিশ্চয় সুন্দরী।
– এটা তো আপনি মন থেকে বলছেন না।
– তাহলে কী থেকে বলছি?
– আবার অসভ্যতামো করছেন? লজ্জা করে না?
– নাহ। একদম করে না।
– বাহ! আমার অসভ্য ছেলেই পছন্দ। আপনি কোথায় থাকেন?
– কলকাতায়। আপনি?
– আমিও তো তাই! দেখা করবেন নাকি?
– হ্যাঁ করতেই পারি।
– আপনি কি একা থাকেন?
– হ্যাঁ। থাকি তো! কেন?
– তাহলে আপনার বাড়ি যাই?
– এই রে বাড়িতে! কেন?
– তাহলে আপনার অসভ্যতামো করতে সুবিধে হবে!
– ও হ্যাঁ তাও ঠিক। আচ্ছা বেশ! কবে আসবেন বলুন!
– কাল?
– আচ্ছা আসুন। আমার ঠিকানা হল ১০৭/১বি, দুর্গাদাস মুখার্জি লেন, এম.জি.রোড
– আচ্ছা। কাল আসছি তাহলে। রেডি থাকবেন কিন্তু।
– হ্যাঁ নিশ্চয়। 😀

ফেসবুক বন্ধ করার পর একজন –
উফফ! কি মজা! কাল হবে!!! যাই ডোনকম টা কিনে আনি। 😀

ফেসবুক বন্ধ করার পর আর একজন –
এই ভাই আর একজন দেশদ্রোহীর ঠিকানা পেয়েছি। বান্টুদা কে খবর দে। কাল হামলা করব। এই বালটা একাই থাকে। সুতরাং কাল পুরো গেড়ে দিয়ে ফিরব!

দেশদ্রোহী

Arnab Mondal


হিজিবিজি লেখা আর বিরিয়ানি নিয়ে Phd করছি আর আকাশবাণী কলকাতায় নিজের কন্ঠস্বর ভাড়া দিয়ে সংসার চালাচ্ছি।


Post navigation


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করবেন না দাদা/দিদি