– আর ইউ ফাকিং কিডিং মি?
– কী হয়েছে?
– কী বলেছো তুমি তোমার বাড়িতে?
– সে তো অনেক কথাই বলি! একটু স্পেসিফাই করলে ভালো হয়!
– ইয়ার্কি মারছো? তুমি বাড়িতে বলেছো আমার এখনও পুরোনো সম্পর্কের রেশ কাটেনি!
– হ্যাঁ তা বলেছি। ওই ব্যাপারটা তোমার রিসলভ করা দরকার!
– আমার কি দরকার না দরকার সেটা আমি বুঝব! তুমি কে বলার?
– আমি কেউই না! আমাকে জিজ্ঞেস করা হল, আমি তোমায় পছন্দ করি কিনা! বিয়ে নিয়ে ভাবা যেতে পারে কিনা! আমি যেটা সত্যি সেটাই বলেছি!
– কী বলেছো? পছন্দ হয় নি?
– কী বলেছি সেটা জেনে আর কী হবে! আমাদের আর ইন্টার্যাকশন না বাড়ানোই ভালো! তুমি তোমার লাইফ নিয়ে থাকো! আমি আমার মত থাকি!
– সে তুমি যা খুশি থাকো! আমার কিছু না! কিন্তু আমাকে নিয়ে এই কথাগুলো বাড়িতে কেন বললে? তোমার মা আমার দিদি কে বলেছে! আমাকে কথা শুনতে হচ্ছে!
– খারাপ বা ভুল কিছু বলিনি তো! আমার অবজারভেশনে যেটা মনে হয়েছে সেটাই বলেছি!
– তোমার অবজারভেশনই চিরন্তন সত্য সেটা তোমায় কে বলল?
– কেউ বলেনি। জানা জিনিস আবার কেউ বলে নাকি!
– আর ইউ সিরিয়াস রাইট নাও?
– আই অ্যাম!
– তাই নাকি! তুমি জানো আমার সাথে কী কী হয়েছে! আমি কীভাবে কীভাবে ধাক্কা খেয়েছি লাইফে?
– না জানলেও গেস করতে পারি!
– ও বাবা! তাই! করো গেস! শুনি…
– বয়ফ্রেন্ড ঠকিয়েছে! মিথ্যে বলেছে। দিনের পর দিন। তাও বিশ্বাস করেছো! আবার ঠকেছো! কোনো একটা সম্পর্ক অনেকদিন চলার পর বয়ফ্রেন্ড বলেছে বাবা মাকে বলতে ভয় পাচ্ছে! তাই ব্রেক আপ। আবার কাউকে ভীষন ভালোবাসার পর সে বলেছে বিয়ের পর চাকরি ছাড়তে হবে! কাউকে খুব ভালোবেসেছো সে টেকেন ফর গ্র্যান্টেড নিয়েছে! এই টাইপের এক বা একাধিক ঘটনা ঘটেছে! মোটামুটি এটাই গেস করেছি!
– তুমি… তুমি… মানে..
– খুব অ্যাকিউরেট বলে ফেলেছি! বাহ! শার্লক এর গল্প গুলো কাজে দিচ্ছে তাহলে!
– আমি… আই অ্যাম গোয়িং টু কিল ইউ!
– 🙄 আবার কিলোকিলি কেন! পুরোনো সম্পর্কের ছায়া থেকে বেরিয়ে এসো! এটাই অ্যাডভাইস দিতে পারি। এই আর কি!
– তুমি না কেমন বুড়োদের মত! খালি জ্ঞান দাও! আমার একদম পোষায় না এসব!
– আর পোষানোর তো দরকার নেই। এমনিতেও বিয়ে টিয়ে আমাদের হবে না। আমি বাড়িতে জানিয়ে দিয়েছি!
– কে করবে তোমাকে বিয়ে শুনি! তুমি কোন হরিদাস পাল হ্যাঁ!!!
– আবার ভুল বোঝে! এখানে আমার হরিদাস পাল হওয়ার প্রসঙ্গই নেই। প্রসঙ্গ তোমার আমার কম্প্যাটিবিলিটি নিয়ে। যেটা আমরা একেবারেই নই।
– আবার বুড়োদের মত কথা! ধুর! ঠিকই আছে। বিয়ে না হওয়াই ভালো তোমার সাথে!
– যাক। Finally, something we can agree on!
– বাই!
– হ্যাঁ! বাই!
– বাই মানে কী! বাই মানে কী! বাড়িতে আমার নামে উলটো পালটা বলে এখন বাই!
– এতো আচ্ছা ঝামেলায় পড়া গেল!
– ঝামেলায় তো তুমি আমাকে ফেলেছো!
– ঠিক আছে কী বলতে হবে বাড়িতে বলো! আমি বলে দেবো! শুধু একটু শান্তি চাই!
– বলবে যে আমি খুব ভালো!
– বেশ!
– আর বলবে আমার পুরোনো সম্পর্কের কোনো ঝামেলা আর নেই!
– উফ! আচ্ছা বেশ! আর?
– আর বলবে, আমি ভীষন পারফেক্ট! তাই তুমি আমাকেই বিয়ে করবে!
– What!!!! -_-
– কী?
– এটা তো আমি বলব না!
– একটা মেয়ে ঘুরিয়ে বিয়ের প্রস্তাব দিচ্ছে, পছন্দ হচ্ছে না!
– নাহ! এভাবে ঘুরিয়ে নাক দেখানো আমি পছন্দ করি না!
– তা কী দেখানো পছন্দ করেন?
– কী?
– ধুর! আপনি বাল বুড়ো! করব না আপনাকে বিয়ে!
– সেই ভালো!
– কি ক্যালানে কার্তিক লোক আপনি!
– আবার কী হল!
– ধুর বাল! কিচ্ছু হয় নি। বাই!
– ওকে! বাই!
Secular Weirdo
Personal blog of Arnab Mondal