– কীরে? খুব ব্যস্ত নাকি আজ?
– (সারাদিন পাত্তা নেই! আবার আমাকে জিজ্ঞেস করছে ব্যস্ত কিনা)
না না। ব্যস্ত না। তোর কী খবর?

– (যেই মেসেজ করলাম, অমনি তোর কী খবর? নিজে মেসেজ করতে ইচ্ছেও করে না?)
এই তো। বোর হচ্ছি বাড়িতে বসে! ভালো লাগছে না।

– (বোর হবি তাও আমাকে মেসেজ করিস না তুই! রাগ কি আমার এমনি এমনি ধরে?}
ওহ। কিছু ফিল্ম টিল্ম দেখতে পারিস তো!

– (ফিল্ম! জীবন টাই সিনেমা বানিয়ে দিয়েছিস তুই পাত্তা না দিয়ে দিয়ে!)
হুম। তা দেখলে হয়। ধুর কিছু ভালো লাগছে না!

– (আমার যেন ভালো লাগছে! সারাদিন মেসেজ করিস নি!)
কেন? কী হয়েছে? ভালো লাগছে না কেন?

– (তোর জন্যে তো! সারাদিন এত ব্যস্ত থাকিস কেন বল তো!)
জানিনা। মাঝে মাঝে কোনো কারন ছাড়াই তো মুড টা অফ লাগে। আজকেও তাই।

– (কি জানি! আমার তো মুড অফ এর কারন তুই! তোর আবার কোনো কারন নেই?)
ওহ এই রে! গান শোন। Music সব ঠিক করে দেয়!

– (তুই শোনাবি? তোর গলায় গান?)
গান? হ্যাঁ। তা শোনা যায়!

– (হ্যাঁ তুই গানই শোন। আমাকে তো আর ফোন করবি না!)
কেন? ইচ্ছে করছে না? কী ইচ্ছে করছে তাহলে? যেটা ইচ্ছে করছে সেটা কর!

– (ইচ্ছে তো করছে তোকে ফোন করতে! কিন্তু কোনো অজুহাত ছাড়া কীভাবে করব সেটা?)
জানিনা কী ইচ্ছে করছে। ভালো লাগছে না কিছু। বাদ দে!

– (যাক! ফাইনালি একটা ফোন করার অজুহাত পেলাম।)
আচ্ছা দাঁড়া আমি ফোন করছি!

– (ওমা! ফোন করছে! ও ফোন করছে! ফাইনালি!)
ইয়ে তোর চাপ হবে না তো? ব্যস্ত ছিলি না তো!

– (হাজার ব্যস্ত থাকলেও তোকে ফোন করার সুযোগ কি আর ছাড়তে পারি!)
না না। চাপ নেই। ফোন করছি দাঁড়া!

– আই লাভ ইউ
– হ্যাঁ? কী? কিছু বললি?

– (গাঁড় মেরেছে! জোরে বলে দিলাম নাকি?)
না না। ফোন কর। ওয়েট করছি!

– (আই লাভ ইউ শুনলাম কী? না না। ধুর! আমার কান বাজছে!)
হ্যাঁ দাঁড়া, করছি।

মন কি বাত!

Arnab Mondal


হিজিবিজি লেখা আর বিরিয়ানি নিয়ে Phd করছি আর আকাশবাণী কলকাতায় নিজের কন্ঠস্বর ভাড়া দিয়ে সংসার চালাচ্ছি।


Post navigation


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করবেন না দাদা/দিদি