– আরেহ! পটাকা!!!!
– কী বললেন?
– এক মিনিট! আমাকে বলছেন?
– নেকুপুষু! তবে কি আপনার বাবা কে বলছি মনে হচ্ছে?
– একি? কে আপনি? এরকম বাবা তুলে গালি দিচ্ছেন কেন?
– আপনি বাসে দাঁড়িয়ে মেয়েদের টোন টিটকারি করবেন আর আমি গালি দিলেই দোষ?
– আমি? কাকে টিটকারি করলাম?
– এক্ষুনি কী বললেন? পটাকা বললেন তো আমাকে?
– মানে? আপনাকে কেন পটাকা বলতে যাবো আমি?
– বাজে কথা বলবেন না। আমি স্পষ্ট শুনেছি। আপনি বললেন আরেহ!! পটাকা!
– উফফ! আরে মশাই আমি ফোনে কথা বলছিলাম। এই যে দেখুন কানে ব্লুটুথ হেডসেট।
– ফোনে লোকজন কে পটাকা বলছেন? মহা অসভ্য লোক তো আপনি!
– আপনার কী? আপনাকে বলেছি নাকি?
– কেন বলেন নি? আমি কি পটাকা নই?
– ইসস! এসব কি কথাবার্তা? ছি ছি!
– থাক! অত ন্যাকামো করতে হবে না। ভীড় বাসে দাঁড়িয়ে লোকজনকে পটাকা বলছেন। আবার বেশী ন্যাকামো!
– বেশি বাজে বকবেন না। নামিয়ে দেবো বাস থেকে!
– তাই নাকি? আপনি থেমে যান নাহলে থাপ্পড় খাবেন!

ঝামেলা বাড়ছে দেখে এগিয়ে এল কন্ডাকটর।
বললো, “কি হচ্ছে এসব? যান না দিদি বসবেন যান!”

– কোথায় বসব? আপনার মাথায়? লোক তুলে তুলে তো চাঁদের হাট বানিয়ে ফেলেছেন!
– থাক আর বসতে হবে না আপনাকে!
– মানে? কেন? আপনার কী?
– বসলেই দেখবো পাশের লোকের ঝাঁট জ্বালাচ্ছেন।

কন্ডাকটর বলল, ” দাদা এই পাঁচ মিনিট হল বাস ছেড়েছে। তিন ঘন্টার রাস্তা। এখন থেকেই কেন ঝামেলা করছেন?”

– আপনি ওই মেয়েকে আগে দূরে সরান। যেচে পায়ের ওপর পা তুলে ঝগড়া করে খালি।
– কেন সরাবে? আপনার বাবার বাস নাকি?
– আবার বাবা তুললেন?
– হ্যাঁ তুললাম তো! বেশ করলাম। আবার তুলব!

কন্ডাকটর আর থাকতে না পেরে বলল, “দিদি আপনি এদিকে আসুন তো! এখানে বসুন!”
– যাবো না। বসার জায়গাও নেই। আমি এখানেই দাঁড়িয়ে থাকবো।
– বলছি তো আসুন না। জায়গা করে দিচ্ছি আমি।

ছেলেটি বলল, “আপনি বাস থামান দাদা। আপনাদের বাল এর বাসে আমি যাবো না. ভুল ভাল কথা বলা লোকজন কে আবার সীট দিচ্ছে! যত্তসব ফালতু।”

বাস থেমে গেল। নেমে গেলো ছেলেটি।

একটু পর!

– হ্যালো
– সীট দিয়েছে তো?
– একদম। আবার জানলার ধারে!
– বাহ! পরের বার থেকে আগে থেকে সীট বুকিং করে রাখিস। রোজ রোজ বাসে উঠে তোর সাথে বাওয়াল করতে পারবো না সীটের জন্যে। নেহাৎ অনেকটা রাস্তা যাবি তাই বাধ্য হয়ে…
– হ্যাঁ। ঠিক আছে। করে নেবো বুকিং। Thank you.
– You are welcome Pataka!
– বাল! 😁

পটাকা

Arnab Mondal


হিজিবিজি লেখা আর বিরিয়ানি নিয়ে Phd করছি আর আকাশবাণী কলকাতায় নিজের কন্ঠস্বর ভাড়া দিয়ে সংসার চালাচ্ছি।


Post navigation


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করবেন না দাদা/দিদি