– শোনো না।
– বলে ফ্যাল।
– তোমাকে না হেব্বি দেখতে।
– ওরে আমি তোর মা হই রে ছাগল। ইনসেস্ট করে মরতে চাস?
– আরে তুমি তো সরস্বতী। তোমায় মা য়ের চেয়ে বেশী দিদি মনে হয়।
– হুম।
– তুমি কি রেগে গেলে? এবার কি পাপ দেবে?
– তোরা কি ভাবিস ভাই? আমি পাপের কৌটো নিয়ে বসে থাকি।… ও কি হাসছিস কেন?
– এই যে তুমি আমায় ভাই বললে। তার মানে তুমি আমার দিদি হলে।
– ওহ! তা কিছু দাবী আছে নাকি বলে ফ্যাল।
– দাবী তো একটা আছে। কিন্তু বলব কিনা ভাবছি।
– বলে ফ্যাল। অত ভাবার কী আছে।
– ইয়ে মানে… তোমার মত যদি একটা গার্লফ্রেন্ড পাওয়া যেত।
– আমার মত কেন?
– না মানে… তোমাকে আসলে…
– হেব্বি দেখতে… বুঝেছি। কিন্তু সেটা তো আমি না। সেটা লক্ষী।
– না না। লক্ষী মা is alright. but তুমি আমার ছোট্টোবেলার ক্রাশ।
– লক্ষী মা? আর আমি দিদি?
– হ্যাঁ… ও তুমি বুঝবে না… দিদি হলে তবু একটা চান্স থাকে…
– শোন… তোকে একটা কথা বলি…
– বলো…
– হেব্বি দেখতে দিয়ে কে কবে বিশ্বজয় করেছে? ভেতরে কি আছে সেটাই আসল। বাইরের খোলস টা দেখে কখনো ক্রাশ খেতে নেই।
– কিন্তু তুমি তো বই পত্রের দেবী।
– হ্যাঁ তাতে কী?
– বই পড়ে আবার দেখতেও সুন্দর। তার ওপর বলে গুনে সরস্বতী। বিয়ে করতে হলে এমন মেয়ে কেই করা উচিত।
– Wait a minute. তুই আমায় বিয়ের প্রস্তাব দিচ্ছিস?
– হ্যাঁ। দিচ্ছি তো।
– এক সেকেন্ড। Character এর বাইরে বেরো। are you really asking me to marry you?
– সেটা ডিপেন্ড করছে। তোমার Answer এর ওপর।
– ধুর ছাগল। রোল প্লে টা বন্ধ কর। সত্যি করে বল।
– Fine. সরস্বতী চৌধুরী?
– আমার নাম শাশ্বতী…
– চুপ কর…
– Okay.
– সরস্বতী চৌধুরী, will you…
– শাশ্বতী-
– ধুর মড়া। বিয়ে করবি কিনা বল না।
– সেটা ডিপেন্ড করছে।
– কীসের ওপর?
– তুই বিয়ের পরেও আমায় ছেড়ে সরস্বতী মা কে নিয়ে ক্রাশ খেয়ে থাকবি কিনা তার ওপর।
– মা হোঙ্গে ও তেরে… আমার তো দিদি হয়। আর হ্যাঁ। সরস্বতী will always be my crush.
– হুম।
– তাহলে কী বিয়ে করবি না?
– দিদির কাছে আবদার করেছিস। না রেখে কি পারি?
– অমনি না! ক্যালাবো তোকে।
– ইস! কি খারাপ ভাষা।
– -_-

প্রস্তাব

Arnab Mondal


হিজিবিজি লেখা আর বিরিয়ানি নিয়ে Phd করছি আর আকাশবাণী কলকাতায় নিজের কন্ঠস্বর ভাড়া দিয়ে সংসার চালাচ্ছি।


Post navigation


2 thoughts on “প্রস্তাব

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করবেন না দাদা/দিদি