১
– মৌসুমী?
– হ্যাঁ বল।
– এটা কে রে?
– এর পোস্ট এই তুই জব টা পেলি।
– এই রে? আজ এসেছে কেন?
– আরে ওর কিছু জিনিস পত্র ছিল। সেগুলো নিতে এসেছে।
– হুম।
২
– হ্যালো
– ওহ… হ্যালো… একটু সরবেন?
– হ্যাঁ শিওর।
– না মানে… চেয়ার টা থেকে একটু উঠবেন?
– ওহ আচ্ছা। আমি ভাবলাম আমায় পাশে সরে যেতে বলছেন।
– হুম। সবাই ভাবতে শিখে গেছে আজকাল!
– Excuse Me?
– For What? আপনি তো ভুল কিছু করেন নি। ক্ষমা চাইছেন কেন?
– Excuse Me এর শেষে একটা জিজ্ঞাসা চিহ্ন ছিল।
– ওহ আচ্ছা। আমি আসলে verbal communication এর সময় alphabet গুলো দেখতে পাই না।
– তাহলে Sense the tone.
– দেখি একটু সরুন। চেয়ারটাই বসি।
– ও হ্যাঁ। এমনিতেও ক্যান্টিন এ যাচ্ছিলাম আমি।
– Okay.
৩
– চলে যাচ্ছেন?
– হ্যাঁ। কাজ হয়ে গেছে।
– ওহ। যে জিনিস গুলো আনতে এসেছিলেন পেয়েছেন?
– জিনিস আনতে আসিনি তো?
– তাহলে?
– আসলে অনেক দিন নিজের এই চেয়ার টাই বসা হয় নি। তাই আজ একবার ইচ্ছে হল অফিসে এসে বসি।
– আপনি কি… পাগল?
– ওহ… না না… আমি অনর্থ… চলি।