– ঐ আছিস?
– বল কী দরকারে লাগতে পারি তোর?
– আরে? কী হল?
– কিছু না রে। ওটা Auto generated reply ছিলো।
– মানে?
– মানে আমাদের আগের কথোপকথন গুলো পড়ার পর Whatsapp এর মনে হয়েছে ওই রিপ্লাই টাই পারফেক্ট।
– চাটছিস কেন এভাবে?
– একদম না। ওসব বছর খানেক আগে করতাম। তোর ভালোও লাগত।
– What?
– কিছু না। বল কী বলবি?
– না থাক।
– আচ্ছা!
– মানে? তুই জানতেও চাইবি না?
– যেচে এখন এক্সট্রা কাজ নিতে চাইছি না রে। মাইরি বলছি। খুব চাপ রয়েছে।
– কী করে জানলি আমি কিছু কাজই করতে বলব কিছু?
– আমি তোকে বুঝতে পারি রে। আগেও পারতাম। শেষ কবে এমনি কথা বলার জন্য মেসেজ করেছিস একটু বলবি? মানে দরকার ছাড়া!
– তুই আজকাল বড্ড খারাপ ব্যবহার করছিস আমার সাথে!
– ওহ আচ্ছা!
– ওহ আচ্ছা মানে কী?
– মানে আমার আর কিছু বলার নেই। তোর যদি থাকে বল!
– সামনের রবিবার ফ্রী আছিস?
– কেন? কী দরকার?
– আমার শ্রাদ্ধের নিমন্ত্রন করছি রে। আছিস নাকি ফ্রী?
– তুই কাজের কথা কিছু বলবি?
– একটা ফটোশ্যুট করে দিতে হবে।
– Nude?
– What? না না। আমার বয়ফ্রেন্ড ও থাকবে!
– ও আচ্ছা। ও না থাকলে Nude তুলতে দিবি তাই তো?
– বাল বকিস না তো! আর তাছাড়া আছে তো তোর কাছে।
– না রে। ওসব কবে ডিলিট করে দিয়েছি।
– Your loss then.
– সেই তো! যাই হোক কত দিবি বল?
– মানে? বুঝলাম না।
– আমি তো প্রোফেশন্যাল ফটোগ্রাফার! ফটো তুলে দেবো তাই বলছিলাম কত দিবি?
– তুই… তুই আমার কাছে টাকা নিবি?
– আমি সবার কাছেই নিই রে। শুধু তোর কাছে বলে না।
– তাই বলে… সবাই আর আমি এক?
– নাহ! তা ঠিক। তুই আর সবাই এক নয়।
– হুম। তাই বল। তাহলে ওই কথাই রইলো। Sunday. Photo-shoot.
– তুই আরও হারামি! শোন আমার যা Charge. তার ওপর হারামি ট্যাক্স লাগবে 30%.
– What the fuck? একটার পর একটা খারাপ কথা বলে যাচ্ছিস তুই আমাকে।
– Wait wait… wait… একটা কথা আমায় একটু ক্লিয়ার করে নিতে দে।
– কী?
– তুই আমায় প্রোপোজ করলি। আমি হ্যাঁ বললাম। আমার সাথে থাকা কালীন ২ জনের সাথে সম্পর্কে জড়ালি। আমি জানতে পেরে যেতে বললি আর হবে না। তারপর আবার একজনের সাথে friends with benefit এ জড়ালি। then আর একজন নতুন কে পেয়ে আমায় ছেড়ে দিলি।
– তোর পয়েন্ট টা কী?
– হারামি ট্যাক্স টা ৩০% নিচ্ছি তোর ভাগ্য ভালো। করতে হলে করা নাহলে ভাগ এখান থেকে!

এক্স ফ্যাক্টর

Arnab Mondal


হিজিবিজি লেখা আর বিরিয়ানি নিয়ে Phd করছি আর আকাশবাণী কলকাতায় নিজের কন্ঠস্বর ভাড়া দিয়ে সংসার চালাচ্ছি।


Post navigation


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করবেন না দাদা/দিদি