– আচ্ছা প্রোফেসর বোস… আপনার বয়স কত?
– আমার বয়স জেনে কী করবেন অরিন্দম বাবু?
– এমনি জানতে ইচ্ছে করছে। বলুন না।
– আহ! কারন টা আগে শুনি না। কিছু একটা কারন তো আছে।
– আসলে বাবার সাথে কথা হচ্ছিল। আপনার কথা শুনে বললেন, “উনি এখনো বেঁচে আছেন?”
– কে? অবিনাশ? ও কেমন আছে এখন?
– আপনি আমার বাবা কেও চেনেন?
– হ্যাঁ। কেন চিনবো না? যখন কলেজে পড়ত তখন মাঝে মধ্যেই আসত আমার কাছে। বড় ভালো ছেলে।
– বাবা রে! আপনি কতদিন আছেন এখানে?
– তা প্রায় অনেকদিন হতে চলল। ১৯৩৭ probably.
– সে তো অনেকদিন মশাই!! আপনার বয়স টা বলুন না..
– বলতেই পারি কিন্তু আপনাকে যতদূর চিনি, বিশ্বাস হবে না আপনার।
– তবু বলুন। শুনব
– ১৫৮।
– What???? সত্যি করে বলুন না।
– আরে একদম সত্যি বলছি। বানিয়ে কেন বলবো?
– ধুর!! বিশ্বাস হয় না।
– বলেই ছিলাম হবে না। যাই হোক এবার আপনি আসুন… অনেক কাজ বাকি আমার!!
– কিন্তু… কী করে সম্ভব এটা??
– সম্ভব মশাই সম্ভব!!
– কিন্তু How??
– এটাই আমার Anti Aging Tablet এর এফেক্ট।
– সেটা কি মশাই?
– নাম শুনে বুঝতে পারছেন না?? বয়স বাড়া কে থামিয়ে দেয়।
– মানে তো অমরত্ব!
– হ্যাঁ।
– অসাধারন! তাহলে ওই বড়ি খেলে যে কেউ অমর হয়ে যাবে??
– না না। পাগল নাকি??? লোকজন তো তাহলে আমার দরজায় ধর্ণা দেবে!
– তাহলে? কী হয় এটায়?
– এটা শুধুমাত্র তাদের শরীরেই কাজ করে যারা পৃথিবীতে মনে রাখার মত কিছু Contribution করেছে। যারা করে নি তারা যদি খায় এটা তাহলে বয়স থামার বদলে খুব দ্রুত বাড়তে থাকবে।
– কি সাংঘাতিক!!! কিন্তু ধরুন কেউ কি করে বুঝবে সে মনে রাখার মত কিছু Contribution করেছে কিনা। মানে… আপনি কী করে নিলেন এই রিস্ক টা? অমরত্বের বদলে খুব দ্রুত মৃত্যু হলেও তো হতে পারতো আপনার!!
– হ্যাঁ। সে হয়তো পারতো কিন্তু আমি মনে রাখার মত কাজ করে তবেই এই বড়ি খেয়েছি।
– কিন্তু সেটা আপনি ঠিক করার কে?আমায় ভুল বুঝবেন না… I mean কে মনে রেখেছে আপনাকে?
– সারা পৃথিবী!!
– কিন্তু….
– ১৯৩৭ এর পর থেকে আমি আমার পুরো নাম ব্যবহার করি না। তাই আপনারা কেউ জানেন না আমার কথা। আমার আবিস্কার এর কথা।
– কি আবিস্কার করেছেন আপনি?
– গাছের প্রান আছে… জানেন বোধহয়!!
– সে তো সবাই জানে। জগদীশ চন্দ্র বোস সেটা আবিস্কার করেছেন। কিন্তু এতে আপনার অবদান কোথায়?
– একটু ভুল বললেন আমার নাম টা। ওটা প্রোফেসর জগদীশ চন্দ্র বোস হবে…
– আঁ আঁ!!
– ও কি!!! কী হল??…. মাথা ঘুরছে নাকি???….. যাহ!! অজ্ঞান হয়ে গেল!!
Secular Weirdo
Personal blog of Arnab Mondal