– কীরে একা একা বসে আছিস কেন? বেরোবি না?
– ধুর! ইচ্ছে করছে না!
– কেন ভাই? কত কষ্ট করে মামনি কে তুললি। আজ বেরোনোর কথা আছে বললি। এখন কী হল?
– নাহ ভাই! এসব প্রেম ট্রেম করে লাভ নেই। বড্ড খাটনি।
– কি বলিস রে? দু’দিন আগে যখন আমি এই কথাটা বললাম তখন তো আমায় খিস্তি করে মুখ খারাপ করলি। এখন কী হল হঠাৎ?
– ধুর। কোনো কিছুর পেছনে সমস্ত effort দেওয়ার পর যখন সব ভেস্তে যায় তখন হেব্বি রাগ হয় মাইরি।
– আরে ভেস্তে কেন যাবে? তুই যা, দেখা কর।
– নাহ! ছাড় ভাই। ওসব বাদ দে।
– আরে কী হয়েছে সেটা বল?
– কিছু না।
– মামনির সাথে ঝগড়া হয়েছে?
– না না। ওসব কিছু না। In fact ও এখনো জানেই না আজ আমি দেখা করতে যাবো না ওর সাথে!
– তাহলে? এরকম ম্যাদা মেরে বসে থাকিস না যা!
– আমার সাথে যেটা হল সেটা হলে বুঝতিস কেমন মজা!
– কী হল? সেটাই তো বুঝতে পারছি না।
– আচ্ছা ভাই? একটা কথা বলবি?
– কাকেদের কী কোষ্ঠকাঠিন্য হয় না? মানে শক্ত পটি হয় না?
– মানে? কিসব বলছিস বল তো?
– এই দেখ… সাদা জামাটায় মাঞ্জা দিয়ে বেরোচ্ছিলাম মামনির সাথে দেখা করতে। ওপর থেকে একটা কাক হলুদ পাতলা পায়খানা করে দিল! কবে থেকে কেচে ইস্ত্রি করে রেখেছিলাম জামাটা।
– এই রে!
– তাহলেই বল তো! আর ভালো লাগে যেতে!

কাকোষ্ঠকাঠিন্য

Arnab Mondal


হিজিবিজি লেখা আর বিরিয়ানি নিয়ে Phd করছি আর আকাশবাণী কলকাতায় নিজের কন্ঠস্বর ভাড়া দিয়ে সংসার চালাচ্ছি।


Post navigation


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করবেন না দাদা/দিদি