– বলুন ডক্টর গুপ্ত। what do you need?
– এবারে যেটা দরকার সেটাকে একটু খুঁজতে হবে তোমায়।
– রেট টা কিন্তু একটু বেড়েছে ডক্টর।
– মানে? কেন?
– আরে পেপার এ খবর টা পড়েন নি? ছেলে মেয়ে উধাও হয়ে যাচ্ছে শহর থেকে। পুলিশ তাই হঠাৎ খুব তৎপর হয়ে গেছে। কাজেই রিস্ক বেশী।
– হুম। তা কত হয়েছে রেট এখন?
– ৫০ হাজার।
– বলো কী? ৩০ হাজার থেকে একেবারে ৫০ হাজার?
– হ্যাঁ স্যার। সব দালালই একই টাকা নেবে আপনার থেকে।
– তাহলে তো চাপ হল একটু।
– কী ধরনের চাই এবার আপনার শুনি না আগে। দেখছি কনশেসন করা যায় কিনা!
– এরকম কিছু কিছু লোক রয়েছে দেখেছো কী যারা তুমি কিছু বলার আগেই কি বলতে চাইছো..
– … বুঝে যায়। হ্যাঁ এ তো হামেশাই দেখি।
– তো এরকম একজন ছেলে দরকার।
– কেন হঠাৎ? মানে এতদিন তো যেকোনো ছেলে মেয়ে তেই হয়ে যাচ্ছিল আপনার?
– এক্সপেরিমেন্ট টা কে একটু অন্য লেভেল এ নিয়ে যেতে চাইছি। এতদিন অবধি যাদের নিয়ে এক্সপেরিমেন্ট করতাম তাদের ব্রেন গুলো খুব… low quality
– … মানে primitive যাকে বলে। তাই জন্যেই Advance ব্রেন দরকার?
– হুম পারবে আনতে এরকম কাউকে?
– পারবো তবে ৬৫ হাজার লাগবে।
– মানে এই তো বললে ৫০ হাজার। কনশেসন ও করবে বললে আবার বেড়ে গেল কেন?
– কারন এটা খুব জটিল কাজ। এরকম মানুষ থাকলেও খুঁজে পাওয়াটা ঝক্কির ব্যাপার।
– কিন্তু এরকম..
– তো আমরা হামেশাই দেখি। জানি। তাও ঝামেলা আচ্ছে। পুলিশ পেছনে লেগেছে বললাম না!
– হুম।
– কি হুম? কি করবেন বলুন তাহলে?
– কফি খাবে?
– হ্যাঁ খেতেই পারি।
– আচ্ছা তাহলে তুমি….
– হ্যাঁ অপেক্ষা করছি আমি। আপনি কফি নিয়ে আসুন। তারপর খেতে খেতে কথা হবে।
– গ্রেট।

ডক্টর গুপ্ত ইঞ্জেকশনের সিরিঞ্জ টা পেছন থেকে খুব জোরে ফুটিয়ে দিলেন লোকটির গায়ে। একটা অস্ফুট আওয়াজ বেরোলো ওর মুখ থেকে। যাক এবার developed brain এর এক্সপেরিমেন্ট শুরু করা যেতে পারে!

এক্সপেরিমেন্ট

Arnab Mondal


হিজিবিজি লেখা আর বিরিয়ানি নিয়ে Phd করছি আর আকাশবাণী কলকাতায় নিজের কন্ঠস্বর ভাড়া দিয়ে সংসার চালাচ্ছি।


Post navigation


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করবেন না দাদা/দিদি