– শোন…

– কী

– একটা কথা… বলার.. ছিল।

– কী বল?

– তুই জানিস আমি তোকে মিথ্যে বলি না।

– কী হয়েছে?

– আর আজ অবধি কিছু লুকোই নি তোর কাছে।

– হ্যাঁ। জানি। কিন্তু কি হয়েছে বল?

– I’m sorry.

– আরে sorry for what?

– আমি…. খুব খারাপ একটা কাজ করেছি। আমি জানিনা তুই আমায় ক্ষমা করতে পারবি কিনা।

– কী করেছিস?

– আগে বল তুই আমায় ছেড়ে যাবি না।

– কি হয়েছে? কি করেছিস বল।

– তুই বল আগে…আমায় ছেড়ে যাবিনা!

– আচ্ছা যাবো না। বল।

– Promise?

– হ্যাঁ। বল এবার।

– তুই… আজ আমার সাথে নেই… তাও আমি..

– তুই?

– আমি বিরিয়ানি কিনে এনেছি। নিজের জন্য!

– What???

– I’m sorry.

– এটা তুই… কেন? I mean.. why??

– আমার আজ খুব খেতে ইচ্ছে করছিল। তাই… মানে…

– চিকেন না মাটন?

– আর হবে না। বিশ্বাস কর

– চিকেন না মাটন???????

– মাটন!!!

– Wow!!

– I’m sorry

– নাহ।  I’m Sorry!

– কেন?

– কারন  তোকে করা Promise টা রাখতে পারলাম না। I’m leaving you.

– Wait? what? ন্যাকামি করিস না। পোষাচ্ছে না।

– কে Start করেছে ন্যাকামি??

– আরে ওটা তো এমনি…

– হুম। সত্যি কিনেছিস বিরিয়ানি?

– হ্যাঁ রে! মাটন।

– বাহ! ভালো।

– তবে দু’টো!

– ২ টো কেন?

– তোর আর আমার!

– আমি তো বাড়িতে ছাগল।

– জানি তো। বারান্দায় আয়।

– What?? তুই….

– হ্যাঁ। ঠান্ডা হয়ে যাবে। তাড়াতাড়ি আয়! বাইকটা ঘোরাচ্ছি আমি।

– You know I love you.. right?

– I know. Everybody does!

– সেই তো!

হৃদয় মাঝে ৪

Arnab Mondal


হিজিবিজি লেখা আর বিরিয়ানি নিয়ে Phd করছি আর আকাশবাণী কলকাতায় নিজের কন্ঠস্বর ভাড়া দিয়ে সংসার চালাচ্ছি।


Post navigation


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করবেন না দাদা/দিদি