– “আজ রেডিও তে। ঠিক রাত ১০ টায়। Only On 95.5 Love FM”
– …
– সরি ভুল করে পাঠিয়ে ফেলেছি। Never Mind.
– কি আছে আজ?
– তেমন কিছু না… আর সবাই কে forward করছিলাম contact list এ তাই তোর কাছেও চলে গেছে। Mind করিস না।
– ন্যাকাপোনা না করে যেটা জিজ্ঞেস করেছি সেটা বল…
– অনুষ্ঠান আছে। আমার।
– গান করবি?
– উহুঁ।
– তাহলে?
– Rj.
– Wow! Congrats.
– Thanks.
– কবে পেলি চাকরী টা?
– বেশ কয়েক মাস হল।
– ভালো আছিস তো এখন?
– হুম ভালো আছি রে। তুই? আর তোর স্বামী?
– সবাই ভালো আছি রে।
– আচ্ছা। Take Care. শুনিস সময় পেলে।
– হ্যাঁ শুনব রে। তবে?
– তবে কী?
– তুই Singer হিসেবে চাকরি টা পেলে আরও ভালো লাগত। Afterall তোর স্বপ্ন ওটা।
– ছিল। স্বপ্ন ছিল।
– মানে? বুঝলাম না। Past Tense কেন?
– গান ছেড়ে দিয়েছি আমি।
– What?? কেন????
– এমনি… আর ভালো লাগে না।
– তোর ভালো লাগে না গান করতে??? এটা তুই আমায় বিশ্বাস করতে বলছিস?
– আমি কিছুই বলছি না। Take Care.
– অ্যাই! এরকম করবি না। যেটা বলছি উত্তর দে।
– বললাম তো এমনি।
– তোকে বলতে বলেছি কিন্তু।
– You have no right to force me.
– Right. ভুলে গেছিলাম। bye.
– Mind করিস না। তোর ভালো লাগবেনা উত্তর টা তাই বলছি না।
– কী শুনি?
– উহুঁ।
– উফফ! বল না…
– বললাম তো না। যা তোর স্বামীর কাছে যা।
– অনি? Don’t Do this.
– আমার নাম অনিকেত…
– কিন্তু আমি তো অনি বলেই ডাকতাম।
– হুম। সেটা ৪ বছর আগে।
– তুই কি ঝগড়া করবি বলে মেসেজ করেছিস?
– আমি ভুল করে মেসেজ করেছি। take care.
(চলবে)