–       Excuse Me?

–       হ্যাঁ বলুন।

–       বলছিলাম যে… একটা Selfie তুলবেন আমার সাথে?

–       কেন বলুন তো?

–       নাহ! মানে… আচ্ছা ঠিক আছে থাক।

–       Okay.

–       তুলবেন না তাহলে?

–       আমি আপনায় চিনিনা জানিনা selfie তুলতে যাবো কেন আপনার সাথে?

–       হ্যাঁ সেটাও ঠিক। ঠিক আছে। Bye.

–       এহেন আচরনের কারণ টা কী?

–       আসলে… আজ Valentine Day তো! তাই একটা সুন্দর দেখতে মেয়ের সাথে selfie দিলে লোকজন ভাবতো আমার গার্লফ্রেন্ড আছে।

–       So cheap!

–       কী?

–       কিছু না। কে বললো আপনাকে?

–       কী কে বলল?

–       আজ যে Valentine Day সেটা কে বলল?

–       নাহ মানে… সবাই তো জানে… আজ… ১৪ই ফেব্রুয়ারী

–       ভুল জানে!

–       মানে?

–       মানে আজ Valentine Day না। আজ Frustration Day!

–       কিন্তু…

–       এই যে আপনাদের মত মানুষেরা বেরিয়ে পড়েছে Valentine Day তে। তারপর মেয়েদের ডেকে বলছে Selfie তুলতে। এটা Frustration ছাড়া আর কী? আর আপনাদেরই বা দোষ দিই কী করে? সকাল থেকে ধর্মের ধ্বজাধারীরা বেরিয়ে পড়েছে, সমাবেশ করছে Valentine Day আটকাতে। সব Frustration. না পাওয়ার ব্যাথা।

–       বলছিলাম আমি কিন্তু সব মেয়েদের দেখে Selfie তুলতে বলিনি। শুধু আপনাকেই বলেছি।

–       তাতে আমি কী করব? নাচব?

–       পারেন?

–       What?

–       না মানে… নাচতেও পারেন?

–       আপনার তাতে কী?

–       কিছু না। দেখতাম আর কী?

–       কী দেখতেন…

–       ওই নাচ করলে…

–       আপনি কি পাগল? এরকম অদ্ভুত সব কথা বলছেন কেন?

–       হ্যাঁ আপনি নাচলে পাগল তো হতেই হবে।

–       What the hell? দেখবেন চেঁচাবো? বলবো অসভ্যতা করছেন?

–       সব চরিত্র কাল্পনিক এ অসভ্যতাই হয়। পড়েন নি আগে?

–       আল বাল লেখা পড়ি না আমি। -_-

–       Selfie টা তুলবেন না তাহলে?

–       আচ্ছা দিন। তুলছি। তবে তোলার সময় উলটো পালটা কিছু করার চেষ্টা করলে কিন্তু seriously লোক ডাকব!

–       আচ্ছা। করবো না। আসুন।

[কয়েক মুহুর্ত পর]

–       ঠিক আছে? গেলাম আমি।

–       হ্যাঁ। Done. Dare Complete!

–       মানে?

–       মানে আমার বন্ধুরা Dare দিয়েছিলো যে রাস্তা দিয়ে যাওয়া সবচেয়ে সুন্দরী মেয়েটার সাথে Selfie তুলতে হবে।

–       মানে আপনি এতক্ষন ধরে শুধু মেয়ে দেখছিলেন? ছি ছি!

–       I just told you আপনি সবচেয়ে সুন্দর আর আপনার কানে এটা গেল?

–       চললাম।

–       আরে আরে! এরকম হয় না।

–       কী হয় না?

–       আরে সব চরিত্র কাল্পনিক এ মেয়েরা এভাবে চলে যায় না।

–       তাহলে কীভাবে যায় দেখান আপনি।

–       এখানে না। পরে দেখাবো।

–       অসভ্য কোথাকার! -_-

সব চরিত্র কাল্পনিক ৬

Arnab Mondal


হিজিবিজি লেখা আর বিরিয়ানি নিয়ে Phd করছি আর আকাশবাণী কলকাতায় নিজের কন্ঠস্বর ভাড়া দিয়ে সংসার চালাচ্ছি।


Post navigation


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করবেন না দাদা/দিদি