– ওই…
– কী?
– ঘুমোচ্ছো?
– চেষ্টা করছি।
– একটু অন্য দিকে দাও না চেষ্টা টা।
– মানে?
– মানে অনেকদিন তো হল এবার সংসারে নতুন কেউ এলে হয় না?
– আবার একটা বিয়ে করবো?
– ইস! শখ কত! -_-
– তাহলে?
– আরে মানে… ছোটো কেউ।
– কুকুর, বিড়াল পোষ্য নেবে বলছ?
– তুমি কি গান্ডু? এতক্ষন ধরে Hint দিচ্ছি বুঝতে পারছো না।
– আরে আস্তে বলো।
– কেন?
– পাশের ঘরে মা আছে। শুনতে পাবে। আর বাঙালী ঘরের বউ দের এরকম ভাবে গালাগাল দিতে নেই।
– আহা! নেকুপুষু আমার! বেশ করবো দেবো! গান্ডু… গান্ডু…
– Shhh!! কি হচ্ছে কী? থামো এবার।
– তাহলে তুমি শুরু করো।
– নাহ বাবু। আজ না। কাল সকালে অফিস আছে। তাড়াতাড়ি উঠতে হবে।
– এমনিতেও তোমার খুব বেশীক্ষন লাগে না। চাপ হত না।
– কি বললে?
– না মানে। কিছু না… মানে…
– ঘুমোলাম আমি।
– অ্যাই রাগ করছো কেন?
– ঘুম পাচ্ছে। বিরক্ত করো না।
– আমার কথাটা শোনো Please.
– কিছু শোনার নেই।
– আরে ওটা তোমায় মোটিভেট করার জন্য বললাম।
– মানে?
– মানে আমি ভাবলাম এটা শুনে তুমি Motivate হয়ে গিয়ে দেখিয়ে দেবে তোমার Stamina.
– খুব ভালো। ঘুমোও এবার। আর জ্বালিও না।
– তুমি কিছু করবে না তো?
– নাহ!
– Fine!
– অ্যাই অ্যাই! কি করছো কী?
– কিছু না। চুপ একদম।
– Um..Okay.
– এবার Good Night!
– মানে টা কী? এভাবে মাঝপথে থামতে নেই।
– I don’t care. আমার ঘুম পেয়েছে।
– তবে রে!
– আহ! লাগছে লাগছে…
– মানে? আমি তো কিছুই করলাম না…
– আরে আমার চুলটা জড়িয়ে গেছে তোমার হাতে।
– Oh! Sorry! এবার ঠিক আছে?
– Perfect!
Secular Weirdo
Personal blog of Arnab Mondal