– ওই
– বল
– কী করছিস?
– এটা জানতে মেসেজ করেছিস?
– না… তা না…
– তাহলে যেজন্য মেসেজ করেছিস সেটা বল।
– বলছি যে… একটা আবদার আছে।
– এক্স গার্লফ্রেন্ডের কাছে আবদার? বর্তমান এর কি হল?
– তুই কি শুনবি?
– Attitude দেখাবি না। বলে ফ্যাল।
– বলছি কাল একটু বেরোবি আমার সাথে।
– না।
– আরে কোথায় যাবো সেটা তো শোন।
– নাহ। প্রয়োজন নেই। তুই জানিস আমি এগুলো পছন্দ করি না। তাই তোর সাথে থাকার সময়েও এক্স বয়ফ্রেন্ড অনেকবার দেখা করবার জন্যে বললেও আমি পাত্তা দিইনি। In fact আমি Reply ও করিনি।
– তাহলে আমাকে Reply করছিস কেন?
– তোর আর কিছু জিজ্ঞেস করার আছে?
– Um… না। Take Care.

[একটু পর]
– কোথায় যাবি কাল?
– তুই যাবি?
– একেবারেই না। শুধু জানতে ইচ্ছে হল, তোর হঠাৎ আমায় মনে পড়ল কেন।
– মনে তো পড়ে… মাঝে মাঝেই… কিন্তু ভয় লাগে মেসেজ করতে।
– তুই আমায় ভয় পাস? Wow! That’s New!
– হুম।
– বল। এবার কোথায় যাবি বলছিলি কাল?
– বইমেলা যাব ভাবছিলাম একসাথে।
– তোর গার্লফ্রেন্ড এর কী হল?
– ওর এসব Books নাকি ভালো লাগে না!
– বড় লাব একটা।
– কে?
– কে আবার। তুই। বলেছিলাম তোকে… বুক দেখে প্রেমে পড়তে নেই। তখন তো শুনিস নি। এখন Book fair এ যাওয়ার কেউ নেই সাথে!
– তুই ছেড়ে গেছিলি কেন?
– কাল কখন যাবি বইমেলা?
– আমি একটা প্রশ্ন করেছি।
– আমিও করেছি।
– আমি আগে করেছি।
– হ্যাঁ। ওটার উত্তর তোর জানা।
– শারীরিক?
– হুম। তোকে বলেছিলাম I was not ready. আর একটু time দে আমায়। তুই অনবরত কানের কাছে বাজিয়ে চলতিস এক কথা।
– ৪ টে?
– কী?
– মানে… ৪ টের সময় যাবো বইমেলা।
– ৫ টা কর।
– না না। হবে না। Please. চারটে।
– কেন?
– Um… একটা দরকার আছে আসলে আমার। তাই কালকে যাবো।
– কী দরকার?
– তেমন কিছু না। তোর যদি খুব অসুবিধে হয় ৫ টা তেও যেতে পারি।
– না ঠিক আছে। ৪ টে তেই চল। কী দরকার সেটা শুনি এবার।
– আমার একটা বই প্রকাশিত হচ্ছে কাল। ৫ টার সময়।
– What? এতক্ষন বলিস নি কেন ছাগল?
– আরে যেচে যেচে নিজের কথা বলব?
– এই এক মিনিট?
– কী?
– তোর প্রথম বই প্রকাশিত হচ্ছে এবং তোর গার্লফ্রেন্ড তোর সাথে যেতে চাইছে না। তাই তো?
– হুম।
– বোকা……!!! এখনো বুক দেখ! তোর দ্বারা কিস্যু হবে না।
– আমার দ্বারা অনেক কিছুই হবে। তুই তো I’m not ready করে করেই কাটিয়ে দিলি। দেখাতে আর দিলি কই!
– সেই রে শয়তান। এবার তো আমার দোষ!
– প্রায়শ্চিত্ত করতে চাস?
– মানে?
– মানে আমি এখনো একাই থাকি। প্রায়শ্চিত্ত করতে ইচ্ছে হলে বলতে পারিস।
– তুই অনেকদিন ক্যালান খাস নি আমার হাতে। কাল খাবি।
– আচ্ছা খাবো!
– ইস! খাওয়াচ্ছি তোমায় বাঁদর কোথাকার! -_-

তবু মনে রেখো ৩

Arnab Mondal


হিজিবিজি লেখা আর বিরিয়ানি নিয়ে Phd করছি আর আকাশবাণী কলকাতায় নিজের কন্ঠস্বর ভাড়া দিয়ে সংসার চালাচ্ছি।


Post navigation


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করবেন না দাদা/দিদি