– ওই রাগ করেছিস?
– না।
– বল না সত্যি করে।
– Busy আছি। পরে কথা বলব।
– না এখনই বলতে হবে।
– তুই কি চাস আমি তোকে Whatsapp এ ব্লক করি?
– তুই আমায় Block করবি?
– তুই এভাবে Disturb করলে তো করতেই হবে।
– Wow! অনেক পরিবর্তন হয়েছে দেখছি। তা এটা কি ৩৪ বছরের অপশাসন এর ফলে আসা পরিবর্তন?
– Please বিরক্ত করিস না।
– আচ্ছা তুই আমার ওপর রাগ দেখাচ্ছিস কেন? আমি কি করেছি?
– নোংরামি কে প্রশ্রয় দিয়েছিস।
– মানে? আমি কীভাবে প্রশ্রয় দিলাম??
– দেখ আমার সত্যি ভালো লাগছে না। তুই আমায় Text করা বন্ধ কর। আমি নাহলে সত্যি তোকে ব্লক করে দেব।
– হ্যাঁ আমি বন্ধ করব তোকে মেসেজ করা। তুই তার আগে বল কখন আমি নোংরামি কে প্রশ্রয় দিয়েছি
– অন্য একটা ছেলে তোকে চুমু খেয়েছে। তুই কিছু বলিস নি!
– চুমু? What the…
– খায়নি?
– আরে চুমুর Smiley দেওয়া আর চুমু খাওয়া এক হল নাকি?
– কেন খাবে?
– আমি কি জানি? তুই ভালো বলতে পারবি।
– আমি?
– হ্যাঁ। তুই যা করিস সেটা অন্য কেউ কেন করতে চাইবে সেটা তোর চেয়ে ভালো কে বলতে পারবে।
– Get Lost. তোর মনে হচ্ছে আমি ফাজলামোর মুডে আছি?
– আরে বাবা আমি তো কিছু করিনি। তুই আমার ওপর রাগ দেখাচ্ছিস কেন?
– তোর খুব ভালো লাগে তাই না?
– কী ভালো লাগে?
– এই যে অন্য ছেলে তোকে যখন চুমু দেয়। Pamper করে। Flirt করে?
– আজেবাজে কথা বলিস না।
– At Least এই সত্যিটা স্বীকার কর। তোর ভালো লাগে না এগুলো?
– না লাগে না।
– Fine.
– কি fine?
– শোন… Let’s Take a Break from us.
– মানে? এইটুকু কারনে তুই Break up করবি?
– যখন সত্যিটা বলার ক্ষমতা হবে তখন মেসেজ করিস।
– এরকম করিস না Please.
– Bye.
– শোন না…
– – – – – – –
– ওই…
– – – – – – –
– একটিবার শোন আমার কথা…