–      এই যে? শুনছেন?

–      (পেছন ফিরে) দেখুন আমার পেছনে পড়ে কাজ হবে না। আমার বয়ফ্রেন্ড আছে।

–      আপনাকে ডাকিনি। আপনার সামনের জনকে ডাকছি। Hello!!

–      আমায় বলছেন?

–      হ্যাঁ বলছি যে এই পার্সটা কি আপনার?

–      নাহ তো! আমার পার্স আমার কাছেই আছে।

–      ওহ! এটা কার বুঝতে পারছি না। খুলে দেখা ঠিক হবে?

–      না দেখলে জানবেন কী করে কার? দেখুন আই-ডি কার্ড আছে কিনা।

–      না কিছুই তো নেই। শুধু ৩০০ টাকা আছে। আর কিছু খুচরো পয়সা।

–      তাহলে?

–      থানায় দিয়ে আসব ভাবছি।

–      আচ্ছা তাই যান। আমি আসি তাহলে।

–      বলছিলাম যে…

–      হ্যাঁ বলুন।

–      বলছি আপনি একটু সাথে যাবেন?

–      কেন? ভয় করছে?

–      না। ঠিক ভয় না। মানে…

–      দেখুন আমি তো আপনাকে চিনিনা এরকম হঠাৎ করে পার্স আমার কিনা জিজ্ঞেস করে আমাকে নিয়ে থানায় যেতে চাওয়াটা বাড়াবাড়ি হচ্ছে বোধ হয়।

–      না না। আমার কিন্তু কোনো বদ মতলব নেই

–      সে আপনার কি আছে আমি তো আর জানি না। কিন্তু থানায় যেতে পারলাম না। Sorry!

–       ঠিক আছে।

–      এলাম তাহলে।

–      আর একটা… কথা… বলার ছিল…

–      বলে ফেলুন।

–      বলছি যে থানায় না দিলে আর কী হবে বলুন তো!

–      মানে?

–      মানে আমি আপনি দু’জন মিলে CCD তে গিয়ে ২ কাপ কফি খেয়েই চলে আসলে কি খুব পাপ করা হবে?

–      আচ্ছা এটা কি ভারতের বাইরের কোন জায়গা ভাবছেন? কলকাতায় একটা অচেনা মেয়েকে রাস্তায় হঠাৎ Date এ যাওয়ার জন্য বললেন আর ভাবছেন সে হ্যাঁ বলে দেবে?

–      আরে পিসি বলেছে কলকাতা লন্ডন হয়ে গেছে। এখন এসব চলে এখানে।

–      আপনি পার্সটা একবার আমার হাতে দিন তো।

–      কেন বলুন তো?

–      আরে দিন না। [হাত থেকে জোর করে ছাড়িয়ে নেয়]

–      আরে আরে! কী করছেন!?

–      একি! Driving License e তো আপনার ছবি। আর তাছাড়া এটা তো Male Wallet.

–      হ্যাঁ মানে। এটা আমারই।

–      তাহলে আমায় জিজ্ঞেস করলেন কেন আমার পার্স কিনা!

–      আমার মানে আপনার তো হতেই পারে তাই না? আমি তো ভবিষ্যতের কথা ভেবেই…

–      এখুনি চেঁচিয়ে লোক জড়ো করলে ভবিষ্যত অন্ধকার দেখবেন, বুঝেছেন তো?

–      বুঝেছি।

–      কী বুঝেছেন?

–      আপনার CCD র কফি খুব একটা পছন্দ নয়।

–      বাইক কোথায়?

–      আজ্ঞে?

–      Driving License তো এখানে। বাইক টা কোথায়?

–      ওহ! ওই তো রাখা আছে।

–      আচ্ছা। চলুন।

–      CCD??

–      নাহ। কফি হাউস!

সব চরিত্র কাল্পনিক – ২

Arnab Mondal


হিজিবিজি লেখা আর বিরিয়ানি নিয়ে Phd করছি আর আকাশবাণী কলকাতায় নিজের কন্ঠস্বর ভাড়া দিয়ে সংসার চালাচ্ছি।


Post navigation


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করবেন না দাদা/দিদি