– ওই

– বল রে।

– একটা প্রশ্ন করব?

– না।

– কেন?

– কারন যখন তুই প্রশ্ন না করে জিজ্ঞেস করিস একটা প্রশ্ন করব? তখন একটা ভুলভাল কিছু তোর মাথায় ঘোরে। সেই চাপ টা নিজের মাথায় নিতে পারছি না।

– ইয়ার্কি মারিস না শোন না।

– হে ভগবান নিস্তার নেই আমার!

– উফফ!!

– বলে ফ্যাল।

– বলব না যা ভাগ।

– আরে বল না। বলতে বলছি তো?

– তুই বিয়ে করবি আমায়?

– মানে? এ আবার কি প্রশ্ন? কেন করব না?

– না। এই মুহুর্তে যদি আমি বলি, বিয়ে করবি?

– না। এই মুহুর্তে হবে না।

– কেন?

– কারন এখন রাত ২ টো বাজে। এখন বিয়ে করতে বেরোলে পুলিশ বিয়ের আগেই শ্বশুরবাড়ি দেখিয়ে দেবে।

– ফাজলামো করিস না। You Know what I meant!

– হুম।

– তাহলে বল?

– করব।

– করবি?

– হ্যাঁ কেন করব না? সাড়ে ৩ বছর হয়ে গেল প্রায়। তোর এখনো সন্দেহ হয়?

– নাহ। সন্দেহ না। মানে…যা ঘটল তার পর… জানিনা ভালো লাগছে না।

– কি ঘটল আবার?

– আরে ভুলে গেলি? একটু আগেই তো হল?

– কী হল?

– মৃত্যু!!!

– কার?

– কার নয় বল কাদের?

– কাদের?

– আমাদের !!

খেলা -২

Arnab Mondal


হিজিবিজি লেখা আর বিরিয়ানি নিয়ে Phd করছি আর আকাশবাণী কলকাতায় নিজের কন্ঠস্বর ভাড়া দিয়ে সংসার চালাচ্ছি।


Post navigation


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করবেন না দাদা/দিদি