।। ১ ।।
-ওই
– কী রে?
– বৃষ্টি হচ্ছে।
– হ্যাঁ দেখছি তো।
– তোর খুব প্রিয় না রে?
-ভীষন রে দাদা।
– জানিস, তুই যেদিন হয়েছিলি সেইদিনও এরকমই
বৃষ্টি হচ্ছিল।
– এই কথাটা আর কতবার বলবি দাদা?
– মানে? আগে বলেছি নাকি?
– অনেকবার বলেছিস। যখনই বৃষ্টি হয় তখনই তো বলিস।
– ওহ। আসলে কত কথাই বলি তো! মনে থাকে না অত!
– তুই ঘুমোবি না দাদা? বৌদি তো ঘুমিয়ে গেলো বোধহয়!
– ঘুমোবো রে। আর একটু দেখতে ইচ্ছে করছে বৃষ্টি টা।
।। ২ ।।
– একা একা আবার বকবক করছ? ঘুমোতে এসো।
– যাচ্ছি একটু পর।
– ৪ বছর হয়ে গেল অনি। এবার তো অন্ততঃ…
– বললাম তো যাচ্ছি। তুমি শুয়ে পড়।

।। ৩ ।।
– রাগ করিস না বোন!
– এ মা! রাগ করব কেন?
– নাহ মানে ওরা তো আর তোকে দেখতে পায় না। তাই ভাবে আমি একা একা বকবক করছি।
– তুই শুতে যা দাদা, ৩ টে বাজতে চলল।

২২ শে শ্রাবন

Arnab Mondal


হিজিবিজি লেখা আর বিরিয়ানি নিয়ে Phd করছি আর আকাশবাণী কলকাতায় নিজের কন্ঠস্বর ভাড়া দিয়ে সংসার চালাচ্ছি।


Post navigation


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করবেন না দাদা/দিদি