– Hi…
– *Seen but didn’t reply*
– নাম্বার সেভ নেই না?
– আছে। ব্যস্ত আছি।
– এখনো??
– মানে?
– ২ বছর আগে যখন শেষ মেসেজ করেছিলাম তখনো বলেছিলে ব্যস্ত আছো। তাই বললাম।
– হুম। তা ভালো আছো তো?
– পঙ্গু রা ভালো থাকে না সুজাতা। তাও চলে যাচ্ছে বেশ।
যাই হোক কাকু কেমন আছেন?
– ভালো ।
– আর তোমার কোটিপতি বর?
– বিশেষণ টা কি না ব্যবহার করলেই হচ্ছিলো না?
– নিজেকে যখন পঙ্গু বলে সম্বোধন করলাম তখন তো একবারও বললে না এই কথাটা?
– উফ! শুরু হল আবার!
– নাহ! শুরু আর কি করে হবে? আমার শেষ হওয়ার খেলা আগে শেষ হোক তবে না শুরু হবে আবার!
– এই শোনো! সময় নেই আমার এই প্যানপ্যানানি শোনার। আমি সত্যি খুব ব্যস্ত। bye.
– আমিও খুব ব্যস্ত ছিলাম সেদিন জানো? যেদিন কাকুর হার্ট আ্যটাক হল। কিন্তু তুমি ফোন
করা মাত্র অফিস থেকে বেরিয়ে পড়েছিলাম। কিন্তু আমার তো তোমার বড়লোক বন্ধুদের মত
গাড়ি ছিল না তাই বাসে করেই আসতে হচ্ছিল। পৌঁছেও গিয়েছিলাম সময়ে।
কিন্তু উড়ালপুলটার বোধ হয় সহ্য হল না জানো? তারপর…. আর একজন সময়ে পৌঁছে গেল।
তবে আমিও পৌঁছোলাম। কিন্তু আ্যম্বুলেন্সে করে।
*Message Sending Failed Because you have been blocked*

খেলা – ১

Arnab Mondal


হিজিবিজি লেখা আর বিরিয়ানি নিয়ে Phd করছি আর আকাশবাণী কলকাতায় নিজের কন্ঠস্বর ভাড়া দিয়ে সংসার চালাচ্ছি।


Post navigation


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করবেন না দাদা/দিদি