– ভাই বালওয়ালে দেখলি?
– কুকুর খানের ওই ২ ঘন্টার ভিডিও টা? নাহ। ধুর ওসব কেউ দেখে নাকি?
– এরকম করে বলিস না আমি কুকুর খানের ফ্যান ভাই। সিনেমাটা ভালো করেছে। একদম ফার্স্ট ডে ফার্স্ট শো দেখলাম। দেখিস।
– ফ্যান বলতে মনে পড়ল তুই বরং শাহরুখ খানের ফ্যান সিনেমাটা দেখে আয়। মারাত্মক করেছে। কি অসাধারন অ্যাকটিং।
– ধুস্। আমি শাহরুখ খান কে একদম সহ্য করতে পারি না। আল বাল সিনেমা করে খালি।
– আরে তোর কুকুর খানের থেকে ভালো করে রে। হ্যাঁ মাঝে কিছুদিন কুকুর খান টাইপ সিনেমা করেছে। কিন্তু অভিনয় টা কিন্তু খাসা করেছে এই ফ্যান সিনেমাটায়। দেখে আয় ভাই দেখে আয়।
– আচ্ছা দেখি কি করা যায়। এই শোন না খবর ফলো করছিস রিসেন্টলি?
– কেন বলত? কিছু হয়েছে নাকি?
– আরে কিছু হয়েছে মানে? মগনলাল মেঘরাজ ইউনিভার্সিটির খবর টা শুনিস নি? ওই যে কিছু ছাত্র মিলে কি সব বলেছে দেশদ্রোহী কথাবার্তা।
– ওহ। হ্যাঁ শুনেছি। গুঁজেপী পার্টি কি বলছে?
– ওরা তো অন্য দলের চক্রান্ত বলছে।
– কেউ অ্যারেস্ট হল?
– আরে সেইটাই তো মজার ব্যাপার। যাকে অ্যারেস্ট করল সে নাকি দেশের বিরুদ্ধে কিছু বলেই নি।
– তাহলে করল কেন অ্যারেস্ট?
– আরে সেটা নিয়েই তো দেশে তুমুল আলোচনা চলছে। কে জাতীয়তাবাদী আর কে নয় সেটা নিয়ে হেব্বি স্ট্যাটাস আপডেট দিচ্ছে লোকজন।
– বুঝলাম। তা তুই কি বাদী?
– আমাকে তো জানিস ভাই। আমি আঁতেল দের দলে। মানে-
– থেমে যা। বুঝে গেছি।
– কি বুঝলি?
– তোর দৃষ্টিকোন থেকে বলব নাকি অন্যদের?
– আমার থেকেই বল প্রথমে।
– তাহলে বলব তুই সবজান্তা বুদ্ধিজীবি।
– আর অন্যদের দৃষ্টিকোন থেকে?
– সেদিক থেকে তুই একটা সুবিধাবাদী জানোয়ার।