– দাদা?
– বলুন
– গোলাপ কত করে?
– ৫০ টাকা।
– ৫০ টাকায় ক’টা?
– ক’টা মানে? একটা। আবার ক’টা?
– এত দাম কেন?
– অত কথা বলতে পারবো না। লাগবে কিনা বলুন।
– আগের সপ্তাহেই তো ১০ টাকা ছিল। এই সপ্তাহে কী গোলাপ গাছে ফুল ফুটতে কষ্ট হয়েছে? নাকি এই গোলাপে কাঁটা নেই?
– আরে যান তো। ব্যবসার সময় ভ্যাজভ্যাজ করছে এসে।
 
[পাশের দোকানেই চাউমিন বিক্রি হচ্ছিল]
 
– দাদা চাউমিন কত করে?
– ৪০ টাকা।
– চিকেন চাউমিন?
– ৪০ টাকা বললাম তো।
– কাকের মাংস দেবেন না তো দাদা?
– আরে না না। ধুর! খেয়ে দেখুন না।
– আপনাদের কী আগের সপ্তাহেও একই দাম ছিল?
– হ্যাঁ? কেন?
– তাহলে গোলাপ কাকু দাম বাড়িয়ে দিল কেন আজকে?
– আমি কী করে জানবো? আপনি খাবেন কিনা বলুন?
– নাহ থাক।
 
[পাশের বিরিয়ানির দোকানে]
 
– দাদা বিরিয়ানি…
– চিকেন বিরিয়ানি ৫০ টাকা। না, কুকুর বা কাক কোনো কিছুরই মাংস দিই না। পিওর মুরগীর মাংস। আর আগের সপ্তাহেও একই দাম ছিল।
– আমি তো ওটা জিজ্ঞেস করতে চাইনি?
– তাহলে?
– বলছিলাম যে বিরিয়ানি টা টাটকা তো? মানে কালকের ঝড়তি পড়তি মাল নয় তো?
– নাহ। একদম টাটকা।
– ঠিক আছে টাটকাই বিক্রি করবেন কিন্তু। লোকজন কে সাজেস্ট করবো আমি।
– আপনি খাবেন না?
– নাহ। আমি খাবো না।
– তাহলে এতক্ষন আমাদের ঝাঁট জ্বালালেন কেন? ছিট আছে নাকি মাথায়?
– আরে সিরাজ এ বিরি্যানি খেতে এসেছি। কিন্তু ওরা তো ৫ টার আগে খোলে না। ১০ মিনিট বাকি ছিল খুলতে। কী করব বুঝতে পারছিলাম না। তাই আর কি। এখন খুলে গেছে। চলি দাদা। আসছি গোলাপ কাকু।
– -_- *চার অক্ষর কোথাকার*
অনর্থ ৭

Arnab Mondal


হিজিবিজি লেখা আর বিরিয়ানি নিয়ে Phd করছি আর আকাশবাণী কলকাতায় নিজের কন্ঠস্বর ভাড়া দিয়ে সংসার চালাচ্ছি।


Post navigation


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করবেন না দাদা/দিদি