– আছিস?
– হুম বল!
– ভিডিও কল করব একবার?
– এখন?
– হ্যাঁ বেশী সময় নেবো না!
– আচ্ছা কর।
– okay.
– বল কী বলবি?
– কেমন আছিস?
– আছি একরকম। তুই?
– আমি? এই তো চলছে! দিব্যি আছি।
– তা, আজ হঠাৎ? কিছু বলবি?
– হুম? বলবো? না না। এমনি কল করলাম।
– বৃষ্টি হচ্ছে দেখলি?
– হ্যাঁ। ভিজলি তুই?
– হ্যাট! একা একা কেউ ভেজে নাকি?
– কেন ভেজে না? আমি ভিজি তো!
– তুই একা ভিজিস?
– নাহ মানে ঠিক একা নয়।
– তাই বল! কে থাকে সাথে?
– এই তোর মনে আছে সুমন্ত স্যার এর কাছ থেকে ফেরার সময় কি যাতা বৃষ্টিতে ভিজে গিয়েছিলাম।
– মনে নেই আবার! তোর জন্য তো কেস ও খেলাম সেদিন।
– অমনি না? আমার জন্য?
– তবে না তো কী? জোর করে তোর বাড়ি নিয়ে গেলি। ভুলভাল করবি বলে।
– তোর তো ইচ্ছে ছিলো। নাহলে তুই যেতিস না।
– আমি তো যাবো না বললাম। তুই তো বললি না গেলে বৃষ্টি রাগ করবে।
– হা হা! সত্যি রাগ করতো কিন্তু না গেলে!
– হ্যাঁ আর গিয়ে কীভাবে কেস খাওয়ালি সেটা ভাব। তোর মা দেখে ফেলল দুজন কে।
– হ্যাঁ। পুরো যাতা হয়েছিল সেদিন।
– সে আর বলতে!
– ওই?
– হুম?
– কিছু না।
– তাহলে ডাকলি কেন?
– এই হুমটা শুনবো বলে?
– What?
– হ্যাঁ আমি ওই বলার পর তোর এই হুম টা দারুন লাগে শুনতে।
– তুই সেই একইরকম রয়ে গেলি!
– তুই পালটে গেছিস বলছিস?
– পালটে তো আমরা সবাই গিয়েছি। নাহলে আজকের situation টা আলাদা হত হয়তো।
– হুম। বৃষ্টি টা বাড়ল।
– হ্যাঁ। খুব ঝাঁট আসছে। জানলা বন্ধ করি দাঁড়া।
– নাহ করিস না।
– মানে? কেন?
– ভেজ না। ছাদে গিয়ে।
– একদম না!
– আমিও ভিজবো।
– তুই তো আর একা ভিজবি না।
– নাহ। তা ভিজবো না।
– হুম। তুই ভিজবি যা। আমার ইচ্ছে করছে না একা একা ভিজতে!
– একা ভিজতে কে বলছে?
– আমার তো তোর মত সঙ্গী নেই ভাই। আমাকে একাই ভিজতে হবে।
– আমার মত সঙ্গী তোর চাই?
– আমি ওটা বলিনি। উফফ! মানে আমার সাথে কেউ নেই।
– তো আমার সাথে কি ক্যাটরিনা কাইফ আছে নাকি?
– এই তো বললি একা ভিজিস না তুই।
– হ্যাঁ একা ভিজি না মানেই কী সাথে কেউ থাকে নাকি?
– মানে? কী বলছিস?
– বৃষ্টিতে যা।
– গিয়ে?
– আগে যা তো!
– উফফ! বড্ড জেদ তোর! দাঁড়া।
– হুম
– এই বৃষ্টিতে ফোন নিয়ে যেতে পারবো না। ভিজে যাবে।
– ভিজুক। তবু যা।
– হ্যাট! পাগল নাকি?
– যা ইচ্ছে কর। আমি জানিনা।
– উফফ! This is not right. ফোন কিনে দিবি তুই।
– আচ্ছা দেবো! যা!
– এসেছি বল। তাড়াতাড়ি। ভিজে যাচ্ছি।
– চোখ টা বন্ধ কর।
– কি জ্বালা তাহলে তোকে দেখবো কী করে? এই তুইও ফোন নিয়ে ভিজছিস নাকি?
– হ্যাঁ যেটা বললাম কর।
– করলাম।
– এবার চুপ করে দাঁড়িয়ে থাক।
– আরে….
– Ssh!!! কোনো কথা না। বৃষ্টি রাগ করবে।
– পাগল তুই একটা!

তবু মনে রেখো ৫

Arnab Mondal


হিজিবিজি লেখা আর বিরিয়ানি নিয়ে Phd করছি আর আকাশবাণী কলকাতায় নিজের কন্ঠস্বর ভাড়া দিয়ে সংসার চালাচ্ছি।


Post navigation


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করবেন না দাদা/দিদি