– Excuse Me? আপনি কি By Any Chance অভ্রদ্বীপ ব্যানার্জী?
– No. I’m Tintin! Sorry to disappoint you.
– Snowy কোথায়?
– আজ্ঞে?
– কিছু না! বিরক্ত করার জন্য Sorry!
– No! It’s fine.
– Oh! Shit!
– কী হল?
– আপনার ফোনটা একটু ব্যবহার করতে পারি? আমার টা দেহ রেখেছে আজকের মত।
– (একটু ভেবে) Sure.

(একটু পর)
– ধুর! Not Reachable বলছে।
– মেট্রোতে আছেন হয়তো।
– হুম। তাই হবে। Anyway Thanks for your help. You have been very kind.
– No Problem. পূজোর Plan?
– Sorry?
– আজ তো ষষ্ঠী। তাই জিজ্ঞেস করলাম। পূজো দেখতে বেরিয়েছেন কিনা!
– ওহ! না না। বিবাহ বিড়ম্বনা! আপনাকে শুনিয়ে Bore করতে চাইছি না!
– আপনার আপত্তি না থাকলে শুনতেই পারি।
– আরে তেমন কিছু না। ওই যার আসার কথা ছিল উনি আমায় দেখতে আসছিলেন! Arranged Marriage type ব্যাপার!
– Arranged Marriage? আপনি?
– হ্যাঁ কেন বলুন তো!?
– নাহ! কিছু না।
– আরে বলুন বলুন!! ভয় পাবেন না।
– না মানে। আপনার সাথে Arranged Marriage ব্যাপার টা ঠিক যায় না।
– আমার কিসের সাথে? ফিগারের সাথে?
– আরে না না। তা বলতে চাইনি। মানে personality র সাথে যাচ্ছে না।
– কেন? কি দেখলেন আমার Personality র?
– মানে আপনাকে দেখে Smart মনে হল। তাই বললাম।
– মানে বলতে চাইছেন Arranged Marriage শুধু Unsmart মেয়েরা করে?
– তা বলছি না। উফ! এই জন্যে বলতে চাইনি প্রথমে।
– হুম।
– আমায় এসে নাম জিজ্ঞেস করলেন কেন? আগে দেখেননি ছেলেকে?
– Not Really! whatsapp এ ছবি দেখেছি। কিন্তু মানুষজন এমন ভালো ভালো ছবি দেয় ওখানে যাতে বাস্তবের থেকে একদম আলাদা লাগে।
– I see.
– তা আপনি এই ষষ্ঠীর সন্ধ্যেবেলা একা একা কার জন্য অপেক্ষা করছেন?
– অদৃষ্টের জন্য।
– Wow!
– Wow কেন?
– I love gay people. They are nice.
– মানে? আমি Gay কখন বললাম?
– এই মাত্র তো বললেন অদৃষ্ট এর জন্য অপেক্ষা করছেন?
– অদৃ…উফ্‌। বাদ দিন।
– জামাই ষষ্ঠী খাবার ইচ্ছে নেই সেটা বললেই তো হত শুরুতে।
– আজ্ঞে?
– এখনো ন্যাকামি করবেন? আমায় দেখতে এসেছিলেন তো?
– হুম। কখন বুঝতে পারলেন?
– প্রথম দেখেই বুঝতে পেরেছি। কিন্তু যখন Deny করলেন তখন একটু Confused ছিলাম। তারপর আপনার ফোন থেকে ফোন করার সময় Dial Number এই দেখলাম আমার নাম্বার।
– Shit!
– এই নাটক টা কেন করলেন?
– Because… I’m Gay.
– Really?
– Yes. Really.
– ওহ। Thank God!
– কী হল?
– আমিও।
– You are a lesbian?
– Yup.
– তাহলে ছেলে দেখতে এসেছেন কেন?
– ঠিক আপনি যে কারনে এসেছেন। Family, Society.
– হুম। তাহলে এবার কী করনীয়?
– কি আর! বাড়ি যান। বলে দিন মেয়ে পছন্দ হয় নি। আমিও তাই করব। তারপর আবার সেই এক জীবন। এলিয়েন দের মত বাঁচতে হবে।
– Actually, I might have an idea.
– তাই? কী শুনি?
– Lets Get Married!
– Really? That’s your idea? You are a genius!
– Sarcasm না করে শুনুন না।
– বলুন। শুনছি।
– I’m going to America in like five months.
– So?
– চলুন বিয়ে করি। তারপর আপনি আমার সাথে ওখানে Shift করে যাবেন। Then we can date whoever we want. কেউ Judge করবে না।
– কিন্তু আমার এখানের জীবনটার কী হবে?
– আপনার কি গার্লফ্রেন্ড আছে কোনো এখানে?
– না তা নেই।
– তাহলে আর কী?
– আর বাবা মা?
– আপনি আপনার বাবা মা কে আনন্দে দেখতে চান তো?
– হ্যাঁ, চাই। না চাইলে আজ আসতাম না।
– Then you know this will make them happy.
– হুম।
– এবার আপনি ভেবে দেখুন। চাইলে আমায় পরেও জানাতে…
– Done.
– Really?
– Yeah. Why Not?
– বাহ! অসাধারন!
– এবার তাহলে খাওয়ান।
– কীসের জন্যে?
– বৌ হয়ে গেলাম তো। ভাত কাপড়ের দায়িত্ব নেবেন না?

 

English Version : http://wp.me/p6POdT-4t

পাকা দেখা – ৩

Arnab Mondal


হিজিবিজি লেখা আর বিরিয়ানি নিয়ে Phd করছি আর আকাশবাণী কলকাতায় নিজের কন্ঠস্বর ভাড়া দিয়ে সংসার চালাচ্ছি।


Post navigation


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করবেন না দাদা/দিদি