–  এবার?

–  এবার কী?

–   এবার কি আমরা আধঘন্টার মধ্যে Soulmate হয়ে যাব?

–   আপনি কি তাই চাইছেন?

–    চাইলেই কি পাওয়া যায় নাকি সব?

–    যায় না?

–    কে জানে! বয়ফ্রেন্ড আছে?

–    বয়ফ্রেন্ড থাকলে Arrange Marriage এ রাজি হতাম বলে মনে হয়?

–    হুম। তা ঠিক। গার্লফ্রেন্ড?

–    নাহ।

–    আগে ছিল?

–    কোনটা বয়ফ্রেন্ড না গার্লফ্রেন্ড?

–    কোনটা ছিল?

–    (একটু ভেবে) দু’টোই।

–    তাই? দারুন তো!

–    কেন? দারুন কেন?

–    আরে কারুর গার্লফ্রেন্ড থাকলে আমার ভালো লাগে। আমার নেই তো, তাই।

–    গার্লফ্রেন্ড নেই? যাহ! বয়ফ্রেন্ড?

–    কার? আমার?

–    নাহ। আপনার বাবার। -_-

–    বাবার বয়ফ্রেন্ড থাকলে আমি হলাম কী করে? I hope you know the science behind Reproduction.

–    বাহ! বেশ ভালো কথা বলেন তো! তা… পারেন তো?

–    কী?

–    ওই যে… Reproduction?

–    পারবো আশা করছি। এখনো অবধি চেষ্টা করিনি।

–    ঠিক আছে। দেখা যাক। সিগারেট খান?

–    নাহ!

–    মদ খান তো?

–   এই রে? এটা কি কম্পালসারি?

–    সে কি মশাই? আপনি সিগারেট খান না… মদ খান না… কিছুই করেন নি, মেয়ে দেখতে চলে এসেছেন?

–    আজকালকার মেয়েদের সুবোধ বালক পছন্দ নয় বলছেন?

–    আমার পছন্দ নয়।

–    হুম।

–    কি হুম?

–    তাহলে আজ আসি?

–    বসুন। একটা প্রশ্ন আছে।

–    বলুন।

–   আপনি মিথ্যে বলে কী প্রমান করতে চাইছেন?

–    এ বাবা! মিথ্যে বললাম কে বলল?

–    আমি ফেলুদা, শার্লক হোমস এবং ব্যোমকেশ বক্সী রোজ Complain এর সাথে গুলে খেয়েছি জানেন?

–    দুধের সাথে বেশি ভালো লাগে শুনেছি।

–    বাহ! Dual Meaning ও পারেন! আমি তো আপনার ফ্যান হয়ে যাচ্ছি। এবার বলুন মিথ্যে কথাটা বললেন কেন?

–    বলছি। তার আগে বলুন আপনি কী করে বুঝলেন যে আমি মিথ্যে বলেছি?

–    আপনার বুড়ো আঙুলটা একটু বেশি হলুদ। এটা দু’ধরনের মানুষের হয়। যারা সিগারেট খায়। আর যারা খেয়ে ভালো করে হাত ধোয় না। আপনাকে দেখে আশা করা যায় আমি দ্বিতীয় শ্রেনীতে পড়েন না।

–    আর মদ খাই কী করে বুঝলেন?

–    ওটা একবারও বলিনি আমি বুঝেছি। আপনি এই মাত্র নিজেই বললেন।

–    আরিব্বাস!! পুরো গোয়েন্দা গিন্নি তো!

–    Shut up! এবার বলুন মিথ্যে কেন বললেন।

–    কেন না আমার এই মুহুর্তে বিয়ে করার ইচ্ছে নেই। মায়ের ঘ্যানঘ্যানানির জন্যে আসতে হল।  তাই ঠিক করেই এসেছিলাম সব মিথ্যে বলব।

–    কারনটা জানতে পারি?

–    কারন আমি মানুষ না চিনে বিয়ে করতে চাই না। আমি আগে প্রেম করতে চাই। চিনতে চাই ভালো করে। তারপর বিয়ে।

–    হুম। বুঝলাম।

–    এবার তাহলে যেতে পারি?

–    কাজ আছে কিছু?

–    নাহ। তেমন কিছু না।

–    Good! তাহলে বাইরে অপেক্ষা করুন। আমি চেঞ্জ করে নি একটু। একসাথে যাব।

–    কোথায় যাব?

–    সে কি? প্রেম করবেন না?

পাকা দেখা – ২

Arnab Mondal


হিজিবিজি লেখা আর বিরিয়ানি নিয়ে Phd করছি আর আকাশবাণী কলকাতায় নিজের কন্ঠস্বর ভাড়া দিয়ে সংসার চালাচ্ছি।


Post navigation


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করবেন না দাদা/দিদি