(রেস্টুরেন্টের মধ্যে)

–       Hey, do you wanna get a drink…… একি?

–       মানে?

–       এসব কি হচ্ছে? আপনি…

–       আমি কী? আর না… আমি অচেনা লোকের সাথে ডেট এ যাই না।

–       আপনি… আপনি… প্লিজ বসুন…

–       What? কেন?

–       কথা বলবেন না। excuse me!? এখানে কেউ ডাক্তার আছেন?

–       মানে ডাক্তার কেন?

–       আপনি কথা বলবেন না। প্লিজ কেউ একটা অ্যাম্বুলেন ডাকুন।

–       অ্যাম্বুলেন্স কেন? আমার কিচ্ছু হয় নি।

–       Ssshh!! কথা না। রক্ত টা বন্ধ হোক আগে।

–       রক্ত? কোথায় রক্ত? আপনি কি পাগল নাকি মশাই?

–       পাগল? না পাগল আমি না। ওয়েটার? এদিকে জল দিয়ে যাও। তাড়াতাড়ি।

–       আরে ধুর মশাই। বলছি তো আমি ঠিক আছি।

–       না আপনি ঠিক নেই। কই দেখি… হ্যাঁ… জল টা দেখি… Oh My god!

–       এতো মহা ঝামেলা! যান তো মশাই। ঝাঁট জ্বালাবেন না।

পাশ থেকে ওয়েটার এর প্রশ্ন – কী হয়েছে ওঁর? রক্ত বেরোচ্ছে কেন এভাবে?

–       উনি পড়ে গেছেন।

–       না আমি পড়িনি। কোথা থেকে পড়েছি আমি?

–       তা তো জানি না। তবে কোথায় পড়েছেন সেটা দেখেছি।

–       কোথায় পড়েছি?

–       আমার প্রেমে!

–       Oh… My… God!!

–       এখনও পড়েন নি বলছেন?

–       খুব Cheesy একটা লাইন বললেন।

–       সে হয়তো বললাম। কিন্তু আপনার ঠোঁটের কোনে হাসি তো বলছে, আপনি Impressed. আর সেটাই স্বাভাবিক যদিও।

–       কেন? নিজেকে খুব Charming ভাবছেন?

–       না না। একদমই না। আসলে সব চরিত্র কাল্পনিকের শেষের দিকে মেয়েরা মোটামুটি পটে যায়।

–       তাই?

–       হ্যাঁ গত ১১ টা তে তো মোটামুটি তাই হয়েছে।

–       কিন্তু আমার তো খুব একটা ভালো লাগছে না আপনাকে।

–       বেশ। কোথায় পড়েছেন সেটা তো বলে দিলাম। কোথা থেকে পড়েছেন সেটা বলে দিলে কী Date e যাবেন?

–       বাবাহ! সেটাও আপনি জানেন?

–       জানি না। তবে চেষ্টা করতে পারি।

–       বলুন। শুনি।

–       পেছন ঘুরুন দেখি।

–       What?

–       একবার পেছনে ঘুরুন না। আপনার পিঠ টা দেখব একবার।

–       এবার অসভ্যতামো হয়ে যাচ্ছে।

–       আরে দূর মশাই। ভুল ভাল কিছু mean করিনি। একবার ঘুরুন না। দেখি।

–       আচ্ছা ঘুরছি।

–       হুম… ঠিক আছে… এদিকে ঘুরে যান। বুঝে গেছি।

–       তাই? কোথা থেকে পড়লাম আমি শুনি।

–       স্বর্গ থেকে।

–       এটা আবার একটা Cheesy…

–       … কারন আপনাকে পুরো ডানাকাটা পরীর মত দেখতে। পালক গুলো পিঠে লেগে আছে এখনো। ওটাই দেখলাম।

–       উফফ! You must be really desperate.

–       হ্যাঁ। তা তো বটেই।

–       ঠিক আছে। কাল রাত্রে ডিনার। সিরাজে।

–       বেশ। বিরিয়ানি! Wow!

–       হুম। আর সাথে বোরোলীন নেবেন।

–       বোরোলীন? কেন?

–       কারন আমার প্রেমে পড়লে রক্ত বেরোবার সম্ভবনা বেশী।

–       চুমু ending দিলেন তো পুরো।

–       চলি। কাল দেখা হচ্ছে।

সব চরিত্র কাল্পনিক ১১

Arnab Mondal


হিজিবিজি লেখা আর বিরিয়ানি নিয়ে Phd করছি আর আকাশবাণী কলকাতায় নিজের কন্ঠস্বর ভাড়া দিয়ে সংসার চালাচ্ছি।


Post navigation


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করবেন না দাদা/দিদি