– হ্যালো কর্নেল রাজেন্দ্র সিং?
– বলুন মেজর।
– সরি স্যার আপনাকে এত রাতে জ্বালানোর জন্য।
– না না। It’s alright. আপনি নতুন। দরকার লাগতেই পারে।
– আপনি কি শুয়ে পড়েছিলেন?
– হুম। তবে ওটা কোনো ব্যাপার না। আপনি বলুন আপনার কি সমস্যা।
– আসলে সমস্যাটা মানে… খুবই তুচ্ছ মনে হতে পারে।
– কোন সমস্যাই তুচ্ছ নয় মেজর। আপনি বলুন না।
– আসলে স্যার আমি এই মাত্র শুলাম মশারি খাটিয়ে। তারপরেই-
– তারপরে কি? শত্রুপক্ষের কোনো আওয়াজ পেলেন আশেপাশে। আমি কি আসব?
– না মানে… আওয়াজ একটা পেলাম।
– কীসের? পায়ের শব্দ পেলেন?
– নাহ।
– তাহলে?
– মশার। মশারির ভেতর মশার আওয়াজ পেলাম। একটা নয় একাধিক। দু’বার মশারি টা খুলে আবার টাঙালাম। কিন্তু মশাগুলো বেরোচ্ছে না। এবং সবচেয়ে সমস্যার ব্যাপার হল লাইট জ্বালানোর পরও একটা মশা পেলাম না। সরি স্যার। আমি জানি। সমস্যাটা খুব তুচ্ছ। এত রাতে আপনাকে বিরক্ত করলাম। আসলে আপনি বলেছিলেন যখন যা দরকার হবে আপনাকে বলতে।
– Hold it Major. আমি এক্ষুনি কামান নিয়ে আসছি।
– মশা মারতে কামান? শত্রুপক্ষ যদি…
– শত্রুপক্ষ can wait. এটা আরও বড় সমস্যা। আপনি লাইট জ্বালিয়ে বসে থাকুন। আমি কামান নিয়ে আসছি। মশা মারতে কামান টাই দরকার।

জরুরী অবস্থা

Arnab Mondal


হিজিবিজি লেখা আর বিরিয়ানি নিয়ে Phd করছি আর আকাশবাণী কলকাতায় নিজের কন্ঠস্বর ভাড়া দিয়ে সংসার চালাচ্ছি।


Post navigation


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করবেন না দাদা/দিদি