– এই যে দিদি?
– কে দিদি??
– আজ্ঞে?
– আমাকে দিদি বলছেন কেন? আমি আপনাকে রাখি পরাই নাকি?
– নাহ মানে… 
– কি মানে মানে?… রাস্তায় যাকে তাকে দিদি বলার অধিকার কে দিয়েছে আপনাকে?
– আসলে আমি…
– বাড়িতে…
– আছে। মা বোন আছে।
– মা বোন এর কথা কে জানতে চাইছে!?
– তাহলে?
– বাড়িতে বৌ বা গার্লফ্রেন্ড নেই?
– নাহ! তা নেই।
– তাহলে অপগন্ডের মত অচেনা মেয়ে কে দিদি বলতে লজ্জা করে না? দু’দিন পর দেখবেন আপনার সাথে আমার বিয়ে হয়ে গেল। তখন কি জেমি ল্যানিস্টার হয়ে যাবেন?
– নাহ। আমি আবার স্টার্ক!
– হুম। বলুন কি বলছিলেন?
– বলছিলাম যে… মানে…
– কী হল? কী বলছিলেন বলুন না…
– ভুলে গেছি!
– অ্যাঁ? এত তাড়াতাড়ি কী করে ভুলে গেলেন?
– আসলে আপনি এমন রেগে মেগে চেঁচিয়ে উঠলেন। আমার আর কিছু মনে পড়ছে না!
– অ! চলুন!
– কোথায় যাবো?
– আমার সাথে চলুন। মনে পড়লে কথাটা বলে যেখানে খুশি যাবেন। আমি আটকাবো না।
– যদি মনে না পড়ে?
– তাহলে আমার সাথেই থাকবেন!
– এই রে! মানে…
– কী মানে?
– রাত হয়ে গেলে কী হবে?
– নেকুপুষু! কী হবে? চাপ নেই। এটা ইন্ডিয়া। এখানে মেয়েদের রেপ হয়। আপনার কিছু হবে না।
– ছেলেদেরও হয় কিন্তু।
– কী হয়? পিরিয়ড হয়?
– নাহ। তা হয় না। কিন্তু রেপ হয়। সামনে আসে না। অনেক সময়!
– হুম। বুঝলাম। ঠিক আছে চলুন এবার।
– আচ্ছা, যাচ্ছেন কোথায় আপনি?
– সেটা তো আপনার জেনে কাজ নেই। আপনার যখনই মনে পড়বে আমাকে কী বলার জন্য ডেকেছিলেন তখনই চলে আসবেন।
– আচ্ছা চলুন। যাই!
– বলছিলাম যে…
– মনে পড়েছে?
– নাহ তা পড়েনি। তবে একটা কথা…
– কী?
– আপনি যদি এখন বাড়ি যান তাই ভাবছিলাম আর কি! তাহলে আপনার বাড়ির লোক আমাকে দেখে উল্টোপাল্টা কিছু ভাববে না তো?
– আমার বাড়িতে কেউ থাকে না।
– এই রে!!
– কী হল?
– নাহ কিছু না চলুন।


[বাড়ি পৌঁছোনোর পর]


– আপনার নীচের ফ্ল্যাটের লোক টা কেমন যেন করুন ভাবে তাকালো।
– ওটা না পাওয়ার ব্যাথায় তাকিয়েছে। চাপ নেবেন না।
– কি না পাওয়ার ব্যাথা।
– আরে ও ভেবেছে আপনি হয়তো আজ কিছু পেতে চলেছেন। তাই বেচারার মন খারাপ!
– কি পেতে চলেছি?
– দেখা যাক! আপনি বসুন আমি চেঞ্জ করে আসছি!
– Um… আচ্ছা!
[একটু পর]
– এই যে ভাই… একটু এদিকে আসুন তো?
– ভাই?
– হ্যাঁ আপনি তো আমায় দিদি বললেন। যাই হোক। এদিকে আসুন এই ঘরে।
– বলুন। Shit! কী করছেন কী?
– খুলতে পারছি না হুক টা। একটু খুলে দেবেন!
– এই রে? আমি?
– কী হল? আসুন না মশাই। গরম লাগছে আমার!
– আচ্ছা আসছি। দেখি হাত সরান।
– হুম।
– উফফ! কি শক্ত!
– জানি।
– হয়েছে। খুলে দিই?
– হ্যাঁ দিন। যা গরম।
– আহ! এবার হাওয়া আসছে।
– হ্যাঁ। আপনার জানলার হুক টা এত টাইট কেন? খোলা হয় না নাকি?
– কে জানে। এই ফ্ল্যাট টায় নতুন এসেছি তো। এটা আগে থেকেই এরকম শক্ত ছিল।
– হুম।
– একটা কথা বলি?
– কী?
– আমার দ্বারা হচ্ছে না আর!
– কী হচ্ছে না?
– এই যে রোল প্লে!
– কীসের রোল প্লে?
– ন্যাকামি টা এবার বন্ধ করলে হয় না?
– আর একটু হোক না।
– নাহ! এবার যেটা করার জন্য এত কিছু সেটা কর।
– ফাইন। তবে লাস্ট একটা কথা বলে নি।
– বলে ফ্যাল!
– দিদি তুমি হেব্বি সেক্সি!
– ক্যালাবো শালা। ল্যানিস্টার কোথাকার! 
– জানলা টা বন্ধ করে দেবো তো?
– ধুর। ওটা খোলাই থাক। খুব গরম!
– আচ্ছা! এবার অন্য হুক টা দে। খুলি!
– অমনি অসভ্যতামো শুরু না! লাব।
– হ্যাঁ!

সব চরিত্র কাল্পনিক ৯

Arnab Mondal


হিজিবিজি লেখা আর বিরিয়ানি নিয়ে Phd করছি আর আকাশবাণী কলকাতায় নিজের কন্ঠস্বর ভাড়া দিয়ে সংসার চালাচ্ছি।


Post navigation


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করবেন না দাদা/দিদি