– কী হল? থামলেন কেন?

– মানে? কি থামলেন কেন?

– এইমাত্র তো গান গাইছিলেন – “আমার নিশিথ রাতেরও বাদল ধারা”

– সে তো ওই বৃষ্টি হলে আমার গান পায়।

– গান ও পায় মানুষের? আমি শুনেছিলাম…

– চেপে যান, জোকস্‌ টা পুরোনো হয়ে গেছে।

– তাই?

– হ্যাঁ এবার তো বলবেন, লোকজনের ক্ষিদে পায় জানতাম, পটি পায় জানতাম, কিন্তু…

– পটি মানে?

– Um.. What?

– পটি না কি একটা বললেন ওটার মানে কী?

– Excuse me, আপনি পটি মানে জানেন না?

– না মানে আমি শুনিনি আগে কখনও এই শব্দ টা।

– Who are you again?

– আমি ভূত।

– মেয়ে ভূত? মানে তো পেত্নী?

– ওই একই হল।

– না না। আজকাল Gender ব্যাপার টা খুব Specific করে বলতে হয়। Gender Equality নিয়ে ঝামেলা চলছে খুব।

– Gender Equality? সেটা আবার কী?

– মানে নারী পুরুষ সবাই সমান। সেটা প্রমান করার চেষ্টা চলছে।

– এটা প্রমান করার কী আছে? এতো জানা কথা যে সবাই সমান।

– হ্যাঁ, মানে আমি জানি, আপনি জানি… কিন্তু…

– আর লোকজন কে জানিয়ে হবে টা কী? অন্য কেউ নিজে যদি বিশ্বাস করে যে নারী-পুরুষ সমান নয়, তাহলে করবে না। তাকে জোর করে বিশ্বাস করাতে কে বলেছে?

– নাহ… মানে ওরকম ঠিক না ব্যাপার টা…

– তাহলে কীরকম?

– উফ! সব চরিত্র কাল্পনিক এরকম হয় না।

– কী হয় না?

– আপনি কি নতুন মার্কেটে? নাকি অনেকদিন লেখা পড়েন নি বলে ভুলে গিয়েছেন?

– কি লেখা? কি পড়িনি?

– আরে “সব চরিত্র কাল্পনিক”। এটা তো একটা সিরিজের নাম। যেখানে একটু ফাজলামো থাকবে, মজা থাকবে, হিউমর থাকবে… তবেই তো জমবে বিষয় টা।

– তাই? তাহলে কীরকম হবে শোনান একটু…

– মানে ধরুন, আমি আপনাকে লাইন মারবো…

– আপনি মানুষ হয়ে ভূত কে লাইন মারবেন?

– কেন মশাই? লাইন মারতে দোষ কী?

– নাহ। শেষ টায় দেখবেন লাইনে কাটা পড়ে গিয়েছেন।

– তাহলে তো বেশ মজা হবে। আমিও ভূত হয়ে যাবো। আরও ভালো করে প্রেম করতে পারবো আপনার সাথে।

– আমি আপনার সাথে প্রেম করতে রাজি না হলে আপনি আমার সাথে প্রেম করবেন কী করে?

– কেন পারবো না? এতো হামেশাই হয়। মেয়েদের ইচ্ছে অনিচ্ছের কী আছে? আমার ইচ্ছে হলেই প্রেম করবো।

– Gender Equality নিয়ে একটু আগেই বড় বড় ডায়ালগ দিচ্ছিলেন, না?

– আরে ভূতেদের আবার Gender Equality র কী আছে বলো? আর তাছাড়া ছেলে আমি খারাপ না।

– তাতে আমার কী?

– সেটাও ঠিক। বলছি যে তাহলে… কি… একটু ইন্টু পিন্টু করা সম্ভব?

– ভূতের সাথে ওসব হয় না। আপনি যেটা চাইছেন সেটা করা সম্ভব নয়।

– কেন সম্ভব নয়?

– কারন আপনি আমায় ছুঁতে পারবেন না। মানে আপনি হয়তো কোনো জিনিস হাতের মুঠোয় ধরতে চাইলেন, তারপর দেখবেন সব বাতাস। কিচ্ছু নেই।

– ধুর তাহলে জমবে না…

– হুম জানি তো!

– আচ্ছা… আমি একটু আসছি।

– কোথায় যাচ্ছেন?

– এই… একটু বাথরুম থেকে আসছি।

– পটি করতে যাচ্ছেন?

– Um.. না তা যাচ্ছি না… কিন্তু আপনি পটি মানে জানেন???

– আমি ভূত বলেছিলাম। গান্ডু না।

সব চরিত্র কাল্পনিক ১০

Arnab Mondal


হিজিবিজি লেখা আর বিরিয়ানি নিয়ে Phd করছি আর আকাশবাণী কলকাতায় নিজের কন্ঠস্বর ভাড়া দিয়ে সংসার চালাচ্ছি।


Post navigation


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করবেন না দাদা/দিদি