– Excuse Me?
– হ্যাঁ বলুন।
– Can I have your number please?
– আমার নাম্বার? কেন বলুন তো?
– না মানে… আপনি বেশ Handsome. কথা বলতাম। ভালো লাগলে Date এ যেতাম।
– No. Thank you.
– আপনার কি গার্লফ্রেন্ড আছে?
– না।
– তাহলে? ছেলে পছন্দ? মানে Gay?
– না।
– তাহলে সমস্যা কোথায়?
– নাহ… মানে… এমনি… আমি আসলে আমাকে চিনি না তো! সেই কারনেই…
– আরে চেনেন না তো কি হয়েছে? চেনার সুযোগ করে দিতে চাইছি তো।
– কি দরকার? আপনি যদি terrorist হন।
– What?
– হ্যাঁ। মানে… আমার সাথে প্রেম করে আমাকে বিয়ে করে এই দেশে Settle করে যাবেন। তারপর দেশের প্রধানমন্ত্রী কে খুন করবার প্ল্যান করবেন। এরকম যদি প্ল্যান থাকে আপনার? না না। কোনো দরকার নেই।
– আরে নাম্বার চাইছি। বিয়ে কে করতে চাইছে?
– মানে? Long Term কিছু খুঁজছেন না তাই তো? তাহলেও চলবে না। আমি T20 খেলি না।
– আরে এরকম ভাও নিচ্ছেন কেন? বেশ একটা সুন্দরী মেয়ে আপনার নাম্বার চাইছে। অল্প স্বল্প প্রেম হবে, সব পাবেন… কমিটমেন্ট এর চিন্তা নেই। ভেবে দেখলে কিন্তু আপনারই লাভ বেশী।
– নাহ! কোনো প্রয়োজন নেই। বললাম তো, আমি যা করি সিরিয়াস করি।
– তাহলে আপনি নাম্বার দেবেন না?
– নাহ। Sorry.
– [দীর্ঘশ্বাস ফেলে] আচ্ছা। ঠিক আছে। চলি…
– শুনুন।
– কী?
– এই নিন আমার কার্ড।
– মানে? এই যে বললেন…
– আপনার বাকি ২ জন বান্ধবী কে বলবেন, এরকম উলটো পালটা Bet না লাগাতে। আমাকে দেখে যতটা ভাজা মাছটা উলটে খেতে পারি না বলে মনে হচ্ছে, ততটা ল্যাবা আমি নই।
– আপনি কি করে… মানে…
– এটা খুব Easy. ওরা আড়চোখে তখন থেকে আপনাকে Notice করছে। সুতরাং ওরা আপনার চেনা কেউ সেটা খুব একটা অবাক করা বিষয় নয়। আর তাছাড়া একটু আগে আপনাকে আমি দেখলাম Khadims এর Showroom থেকে বেরোতে। হাতে একটা প্যাকেট ছিল ওদের ব্র্যান্ড লেখা। সেটা এখন ওই দু’জনের একজনের হাতে দেখতে পাচ্ছি। সুতরাং ওরা আপনার সাথে Confirm হলাম। আর অচেনা ছেলের কাছ থেকে ফোন নাম্বার যোগাড় করার Bet টা আন্দাজে Guess করলাম। Somehow আপনাকে দেখে খুব Desperate মনে হল না। কাজেই নিজে থেকে মনে হল না আপনি এসব করবেন…
– আর কিছু?
– আর কিছু মানে?
– মানে আপনার কার্ডে লেখা Private Investigator. তা আমায় দেখে আর কিছু মনে হচ্ছে না? মানে Deduce করে বলুন না।
– Okay… um… সিগারেট খান… Salt lake এ অফিস। নাম Infosys India. বাড়িতে কুকুর আছে একটা। Golden Retriever. Nervous হয়ে গেলে এক হাতের আঙুল দিয়ে আর এক হাতের আঙুল গুলো শক্ত করে ধরেন। আর একটু পরেই পিৎজা খাবেন।
– মানে? হঠাৎ Pizza কেন? কেন খাবো? খাবো না। আর বাকি সব জানলেন কী করে?
– Pizza টা বললাম কারন আপুনার বন্ধু রা Already অর্ডার Place করে দিয়ে আপনার জন্য অপেক্ষা করছে। Bet এ জিতলে Pizza খাওয়ানোর কথা ছিল নাকি?
– ওসব পরে। বাকি কথা কী করে জানলেন বলুন।
– নাহ!
– কেন?
– কারন আমি মনে করি, If you are good at something, Never do it for free.
– আরে?
– হ্যাঁ। আমার Address আর ফোন নাম্বার দেওয়া আছে। ফোন করে চলে আসবেন। কিছু জিজ্ঞাস্য থাকলেও Client Chair এ বসেই আপনাকে বলতে হবে।
– এরকম ব্যাপার আছে নাকি?
– হুম আছে। চলি।
– আরে আপনার নামটা বলে যান। এখানে তো শুধু Initials আছে। S.H.
– S.H. আর গোয়েন্দা শুনলে প্রথম কি নাম মাথায় আসে?
– শার্লক হোমস বাঙালী ছিলেন না। এটুকু বুদ্ধি আমার আছে। 
– তাহলে নাম টা বরং রহস্যই থাক।
– আপনার মশাই Multiple Personality Disorder আছে। শুরুতে কেমন একটা প্রেমিক প্রেমিক ভাব করে শেষে গোয়েন্দা হয়ে গেলেন।
– অভিনয় টা গোয়েন্দা দের জন্য অপরিহার্য! Have a nice day.

শারদ্বত – শুরুর আগে

Arnab Mondal


হিজিবিজি লেখা আর বিরিয়ানি নিয়ে Phd করছি আর আকাশবাণী কলকাতায় নিজের কন্ঠস্বর ভাড়া দিয়ে সংসার চালাচ্ছি।


Post navigation


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করবেন না দাদা/দিদি