– কিছু বলুন।
– কি বলবো?
– টিপে দেখবেন?
– What?
– আসলে বাঙালী তো মাছের কানকো টিপে না চেক করা অবধি মাছ কেনে না। সেই জন্যেই বলছিলাম আর কি।
– নাহ নাহ। আমার মাছ এমনিতেও খুব প্রিয় নয়।
– Strange!
– কেন Strange?
– কিছু না।
– ওহ আচ্ছা।
– আপনি আর কতক্ষন এভাবে চালাবেন?
– কী চালাবো?
– আপনি আমায় সত্যি চিনতে পারছেন না?
– আপনি এই নিয়ে ৩ বার করলেন প্রশ্ন টা।
– হুম। অবাক লাগছে একটু।
– কেন? পৃথিবীর সব ছেলেই কি আপনাকে একবার দেখলেই মনে রাখে?
– আমাকে মনে না রাখলেও, আমার কিছু অঙ্গ প্রত্যঙ্গের জন্য মনে রাখে।
– হুম। আপনার চোখ গুলো চোখে পড়ার মত এটা আমিও মানছি।
– চোখগুলো? আপনি তো প্রতি পদে পদে অবাক করে চলেছেন মশাই।
– তাহলে বিয়ে কি পাকা?
– দাঁড়ান দাঁড়ান। আপনি মাছ খান না ভালো কথা। আমি একটু চেক করে নি। Faulty Device বেরোলে তো পরে সমস্যা হয়ে যাবে।
– কাছে যাবো? দেখবেন?
– নাহ। ঠিক আছে। Size Doesn’t Matter.
– ওহ আচ্ছা। বুঝলাম। তাহলে উঠি?
– আরে আপনার এতো তাড়া কীসের মশাই। আপনার মা বাবার এখনও সিঙাড়া-মিষ্টি শেষ হয়নি।
– ওহ! আচ্ছা। একটা প্রশ্ন করার ছিল।
– হ্যাঁ বলুন।
– বলছিলাম যে আমাকে সিঙাড়া দেওয়া হল না কেন?
– আমরা আলাদা কথা বলছি তো, তাই কেউ বিরক্ত করছে না।
– হুম। মানে বাইরে গেলে দেবে?
– দেবে হয়তো! আপনি সিঙাড়া খেতে এসেছেন নাকি মেয়ে দেখতে?
– মেয়ে তো দেখা হয়ে গেছে। এবার একটু সিঙাড়াটা খেতে পারলে ভালো লাগতো।
– সব দেখে নিয়েছেন তো ঠিক করে?
– হ্যাঁ। মোটামুটি সবই। তবে আমার একটা শেষ প্রশ্ন আছে।
– বলে ফেলুন। আমারও আছে।
– আপনি আগেই বলুন না হয়।
– বলছিলাম যে বিরিয়ানি ভালো লাগে?
– উত্তর টা দেওয়ার আগে আমার প্রশ্ন টা করি?
– হ্যাঁ করুন।
– বলছিলাম আজ ঠিক আধঘন্টা পর একটা ট্রেন আছে। হাওড়া যাওয়ার। ওটা ধরতে পারলে সাড়ে নটার মধ্যে পার্ক সার্কাস আর্সেলান পৌঁছে যেতে পারবো। আপনি কি পারবেন এক্ষুনি রেডি হয়ে বেরোতে?
– আপনি বাইরে যান। আমি রেডি হয়ে পাঁচ মিনিটের মধ্যে আসছি।
– Sure. আমি বরং ততক্ষন আমার ভাগের সিঙাড়া টা খাই।
– আচ্ছা। Oh by the way, আপনার নাম টা খেয়াল পড়ছে না।
– আমি অনর্থ।
– Right. অনর্থ। আমার নাম-
– রাই। জানি। অফিসে দেখা হল তো সেদিন। চেয়ারে বসতে গিয়ে।
– তাহলে আপনার সত্যি মনে আছে?
– হ্যাঁ। আপনার চোখ ছাড়া আরও কিছু জিনিস মনে রাখার মতই রয়েছে। চাইলেও ভোলা যায় না।
– আপনি যান… আমি আসছি।
– Sure. আমি personality র কথা বলছিলাম কিন্তু। খারাপ ভাবে নিতে পারেন। তাতেও যায় আসে না।
– Perfect. 

রাই ৬ – দ্বিতীয় পর্ব [আবার পাকা দেখা]

Arnab Mondal


হিজিবিজি লেখা আর বিরিয়ানি নিয়ে Phd করছি আর আকাশবাণী কলকাতায় নিজের কন্ঠস্বর ভাড়া দিয়ে সংসার চালাচ্ছি।


Post navigation


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করবেন না দাদা/দিদি