– এই যে…

– হ্যাঁ বলুন।

– আপনি গল্পে এরকম Suspense রাখেন কেন বলুন তো?

– Suspense স্বাস্থ্যের জন্য ভালো তো!

– আমার Heart-Attack হয়ে যায় Suspense দেখলে। আপনি কিন্তু একজনের মৃত্যুর জন্য দায়ী থাকবেন এই বলে রাখলাম।

– আরে? একি? হুমকি দিচ্ছেন কেন?

– কেন দেবো না? লেখেন বলে কি যা ইচ্ছে হয় করবেন নাকি?

– আসলে Suspense আমার নিজের খুব প্রিয়। সেই কারনেই হয়তো লেখাতেও চলে আসে।

– আর এতে পাঠকদের যে সমস্যা হয় সেদিক টা কে দেখবে?

– পাঠকরা না হয় একটু অপেক্ষা করল। সবুরে মোয়া (জয়নগরের) ফলে।

– মিষ্টি খেলে Sugar হয়।

– মিষ্টি খেলে Sugar হয় না। Sugar হলে মিষ্টি খেতে নেই।

– ওই একই হল।

– মোটেই এক হল না। সকল রম্বস বর্গক্ষেত্র , কিন্তু সকল বর্গক্ষেত্র রম্বস না।

– বড্ড বেশী কথা বলেন আপনি। গুলি করে মারা উচিত আপনার মত পেজ অ্যাডমিন দের।

– এবাবা!! এই তো ব্যোমকেশ দেবো বললাম তো। এরকম খেপে যাচ্ছেন কেন?

– শান্তনা পুরস্কার দেওয়া হচ্ছে যেন। চাই না ব্যোমকেশ। Unlike করে দেবো পেজ টা।

– ওহ

– ওহ মানে??

– মানে…

– একজন পাঠক বলছে পেজ আনলাইক করে দেবে আর আপনি বলছেন “ওহ”?? এত ভাও নিচ্ছেন কেন?

– তাহলে কী বলব? আনলাইক করবেন না?

– সে আমি কী জানি? এত লেখালেখি করেন নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারছেন না?

[আমি তখন মনে মনে এ কার পাল্লায় পড়লাম ভাই। আবার মেসেজ এলো এবং এবার বোধ হয় একটু করুনা হল]

– যাক তবু আপনারা দয়া করেন বলে গল্পগুলো পড়তে পাই।

– হ্যাঁ এখন ব্যাপার টা হল, আপনারা পড়েন বলেই দিতে ভালো লাগে। নাহলে ঘরের খেয়ে বনের মোষ তাড়াতে কার ভালো লাগে বলুন তো!

– “দিতে ভাল লাগে” আবার কি কথা? অসভ্যতামো অন্য কারুর সাথে করবেন। আমার সাথে না।

– আরে…না না। আমি তো ওরকম কিছু Mean করতে চাইনি। বিঃশ্বাস করুন।

– যাক কিছু বলছি না। লেখক মানুষ বলে “কতা!” 

– ওহ! আপনি হাসতে জানেন? বাহ!

– মানে? আমায় কি রামগরুড়ের ছানা মনে করেছিলেন নাকি?

– নাহ আসলে শুরু থেকে তো খালি হুমকিই দিয়ে গেলেন। তারপর বললেন মৃত্যুর জন্য দায়ী থাকবো তাই আর কি…

– কি যাতা ব্যাপার। না না, আমি হাসতে পারি। In fact ভালোই হাসতে পারি। by the way, এটা আবার গল্পে লিখে দেবেন না তো!?

– একেবারে ইচ্ছে হচ্ছে না বললে ভুল হবে। কপিরাইট এর কেস না যদি না করেন লিখতেই পারি।

– এই না না। লোকজন খিল্লি করবে কিন্তু। এসব একদম ঠিক না।

– নাম টা বলব না তো! কে চিনবে আপনাকে?

– আচ্ছা ঠিক আছে।

– তাহলে দেবো তো?… মানে লেখা… লেখা দেবো তো?

– Okay. দিন। তবে নাম দিলে চলবে না কিন্তু।

– একদম।

সব চরিত্র কাল্পনিক ৭

Arnab Mondal


হিজিবিজি লেখা আর বিরিয়ানি নিয়ে Phd করছি আর আকাশবাণী কলকাতায় নিজের কন্ঠস্বর ভাড়া দিয়ে সংসার চালাচ্ছি।


Post navigation


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করবেন না দাদা/দিদি