– ওই সুদীপ্তা?

– কী?

– বলছিলাম যে একটা কথা বলব।

– হ্যাঁ বল না।

– আমার না অরিন্দম কে খুব ভালো লাগে।

– অরিন্দমকে?

– আরে ওই যে ছেলেটা… তুই যার পাশে বসিস ক্লাসে…

– ওহ!

– শালা কী সেক্সি দেখতে। ইস! ওকে নিয়ে স্বপ্ন দেখেছিস আমি জানিস। সেটা অবশ্য তোকে বলতে পারবো না। খুব ইয়ে করেছি আমরা দু’জন।

– ওহ! আচ্ছা আচ্ছা।

– আমায় একটু হেল্প কর না।

– Um…বল… কী হেল্প?

– ওর সাথে একটু বন্ধুত্ব করিয়ে দে না। বাকি সব আমি সামলে নেব। তুই খালি আলাপ টা করিয়ে দে। তারপর ওকে নিয়ে… আহা… আমার ভাবলেই একটা রোমাঞ্চ হচ্ছে। কি cute দেখতে

– আচ্ছা। ঠিক আছে… করিয়ে দেব।

– থ্যাঙ্ক ইউ রে। তুই হচ্ছিস সত্যি কারের ভালো বন্ধু। চুমু তোকে।

– নো প্রবলেম। ওহ By The Way, তুই ওকে চিনলি কী করে? কলেজেই আলাপ?

– ওহ! না না। ৪ বছর থেকে চিনি ওকে। ও তো আমার বয়ফ্রেন্ড।

– What?

– হ্যাঁ রে…

– …………

– কী হল?

– ………..

– আরে কোথায় গেলি?

– ………….

– ব্লক করে দিলি? যাহ!

ক্রাশ

Arnab Mondal


হিজিবিজি লেখা আর বিরিয়ানি নিয়ে Phd করছি আর আকাশবাণী কলকাতায় নিজের কন্ঠস্বর ভাড়া দিয়ে সংসার চালাচ্ছি।


Post navigation


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করবেন না দাদা/দিদি