–      ইস!

–      কী হল?

–      মিসটেক হয়ে গেল!

–      কি হয়েছে?

–      আরে ক্যালকুলেশন টা পুরো ভুল হয়ে গেল ভাই। ঠিক হল না একদম।

–      আরে কিসের হিসেব করছিলি?

–      নাহ নাহ। এই ভুল টা শোধরাতে হবে। হবে না… হবে না…

–      কী হয়েছে সেটা তো বল।

–      তোকে বলে হবে টা কি ভাই? ছেঁড়া তো আমার গেছে। সর্বনাশ হয়ে গেল ভাই। ক্যালকুলেশন টা করা উচিত ছিল।

–      উফ! আরে কিসের ক্যালকুলেশন?

–      আরে সবেতেই তো ক্যালকুলেশন এখন। সকালে ডিম খেয়েছি তার মানে রাতে চিকেন। সপ্তাহে একদিন বা ২ দিন মাটন। কিংবা ধর আজ যে জামা পরে অফিস গেলাম কাল সেটা কখনো পরে যাওয়া চলবে না। কভি নেহি। আন্ডারওয়্যার চলবে। কিন্তু শার্ট! নেভার।

–      বুঝলাম। ভুল কিছু খেয়ে ফেলেছিস আজ? ফুড পয়জনিং?

–      ধুর! তাহলে তো জেলুসিল মেরে নিতাম। সমস্যা টা আরও গভীরে।

–      কি? একই জামা পরে দু’দিন অফিস গেছিস?

–      আরে ধুর! না না…  সেটাও না।

–      তাহলে?

–      মেসেজ!

–      মানে?

–      আরে অনিমার সাথে কথা বলছিলাম মেসেজে। অনিমা আমার ইয়ে… মানে… ভালো লাগে আর কি…

–      হ্যাঁ জানি। তো কি হল?

–      আরে টেক্সট করতে করতে হঠাৎ রঞ্জনের মেসেজ ঢুকল – কিরে কী করছিস?

–      So?

–      আরে ওখানেই তো মিসটেক করে ফেলেছি।

–      কেন? কি মিসটেক।

–      আরে তুই তো জানিস আমি সুনীল গাঙ্গুলীর ভক্ত। আমি রিপ্লাই তে লিখেছি – “আমি আমার নীরার সাথে কথা বলছি!” তারপর এটা অনিমা কে পাঠিয়ে দিয়েছি।

–      এই খেয়েছে!

–      হুম। এবার কী করে বোঝাই যে ওই আমার নীরা। আরও সাবধান হওয়া উচিত ছিল। মিসটেক হয়ে গেল ভাই।

মিসটেক

Arnab Mondal


হিজিবিজি লেখা আর বিরিয়ানি নিয়ে Phd করছি আর আকাশবাণী কলকাতায় নিজের কন্ঠস্বর ভাড়া দিয়ে সংসার চালাচ্ছি।


Post navigation


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করবেন না দাদা/দিদি