– ওরকম ভোম্বলের মত বসে আছেন কেন? কিছু বলতে ইচ্ছে হলে বলুন!!
– ভোম্বল কে?
– আরে ওটা তো… Never Mind.
– আসলে কী বলবো বুঝতে পারছি না।
– তাহলে বসেই বা আছেন কেন? বাবা-মা আনতে আসবে নাকি?
– আপনি কী এরকম ভাবেই কথা বলেন সবসময়?
– হ্যাঁ। বলি তো! আপত্তি আছে?
– নাহ। আচ্ছা আপনি লাল না সবুজ?
– মেয়ে দেখতে এসেছেন না ভোট চাইতে এসেছেন?
– উফ! বলুন না…
– নাহ. Political রঙ লাগালে চলবে না!
– ঠিক আছে। লাগাবো না।
– এ বাবা! তাহলে বিয়ে করে কী ধ্যান করবেন?
– মানে?…. ওহ! ইস! আপনি মহা অসভ্য!
– আজকাল দিনে অসভ্য হওয়াটা খুব Important Eligibility Criteria.
– হুম। সেটা ঠিক!
– আপনি তো শুনলাম Photographer!
– হ্যাঁ।
– কী ধরনের ছবি তোলেন?
– Mainly Wild Life তুলি আমি।
– Wild Photography করেন নাকি? মানে Nude বা Semi nude?
– নাহ। ওটা করিনি কখনো।
– কেন? Mostly Because মডেল পাইনি। পেলে করতাম হয়তো।
– হুম। বুঝলাম।
– আপনি কী করেন?
– মডেলিং!
– Wow! really?
– হ্যাঁ। কেন বলুন তো? আমার ফিগার দেখে কী ওটা অবিশ্বাস্য মনে হচ্ছে?
– এই রে! না না। একেবারেই না। আমি Photographer আর আপনি Model. Coincidence টা দেখে অবাক হলাম এই আর কি!
– Coincidence একদমই না। আমি Specifically Photographer ছেলের Order দিয়েছিলাম!
– Order দিয়েছিলেন মানে? আমরা কি Product নাকি যে Amazon থেকে অর্ডার করেছেন?
– না না! Amazon এ দিইনি। Matrimonial site এ দিয়েছি! Amazon এও দেওয়া যায় নাকি?
– আমি উঠলাম।
– আমার পছন্দ হয় নি?
– কি বললেন?
– বললাম আমায় পছন্দ হয় নি?
– মোটেই না। আপনি “আমার পছন্দ হয় নি?” বলেছেন।
– হয়নি কিনা বলুন না এত নাটক না করে?
– হয়েছে।
– তাহলে চলে যাচ্ছেন কেন?
– আপনি ছেলেদের এভাবে অপমান করছেন কেন?
– আরে ধুর মশাই, সমস্ত ছেলে জাতির ঠিকে নিয়ে বসেছেন নাকি আপনি?
– That’s not the point.
– আচ্ছা Sorry.!! হয়েছে?
– ঠিক আছে! উঠি আমি।
– তাহলে বিয়ে কি হচ্ছে না?
– নাহ! হচ্ছে না! You have to respect people. Respect ছাড়া সম্পর্ক হয় না।
– হুম! Sorry. আমার ওটা বলা উচিত হয় নি!
– ঠিক আছে। বাদ দিন।
– আর বিয়ে?
– জানিনা। Sure na!
– আপনার সাথে ক্যামেরা আছে?
– হ্যাঁ। আছে। কেন?
– দরজাটা আটকে দিন!
– কেন?
– যেটা বলছি করুন।
– আটকালাম।
– এবার দেখি আপনি কত ভালো Photographer!
– আরে আরে! কি করছেন?? কেউ দেখে ফেললে…
– বার করুন?
– কী?
– ক্যামেরা। Wild Photography কেমন করেন দেখবো।
– বলছি যে… বিয়ে পাকা…একদম পাকা।
– Yeah. Right! Men will be Men. 😉

পাকা দেখা ৫

Arnab Mondal


হিজিবিজি লেখা আর বিরিয়ানি নিয়ে Phd করছি আর আকাশবাণী কলকাতায় নিজের কন্ঠস্বর ভাড়া দিয়ে সংসার চালাচ্ছি।


Post navigation


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করবেন না দাদা/দিদি