– আসতে পারি?
– Permission নিচ্ছেন কেন? আমি কি ক্লাস নিচ্ছি নাকি?
– না মানে। in case যদি নেন। তাই জিজ্ঞেস করলাম।
– চলে আসুন। ন্যাকামো আমার একদম পছন্দ নয়।
– আমার বিরিয়ানি খুব ভালো লাগে।
– মানে? এটা জেনে আমি কী করব?
– ওহ। আমি ভাবলাম আমরা নিজেদের পছন্দ-অপছন্দের লিস্ট share করছি।
– যেরকম ভালো কথা বলেন, সবকিছু এরকম পারেন তো?
– সেটা জানতে গেলে আপনাকে তো একটা টেস্ট ড্রাইভ নিতে হবে।
– Slow Down Tiger.. দিল্লী অনেক দূর।
– যতটা দূর ভাবছেন অতটাও দূর নয় হয়তো।
– তাই? এতটা Confidence?
– Confidence নয়। Optimism.
– তাই নাকি? তা কী করেন?
– আগে আপনি।
– কেন?
– Ladies First.
– ঠিক আছে। আমিই বলছি। I’m a Teacher. স্কুলে পড়াই। সিনেমা দেখি প্রচুর। তবে বেদের মেয়ে জোৎস্না টাইপ সিনেমা না। ভালো সিনেমা। গান শুনি। আর বই পড়ি। এই জিনিসটায় আমার কোনো ক্লান্তি নেই।
– তাই? বাহ! প্রিয় লেখক কে?
– ওরকম ভাবে প্রিয় কেউ নেই। সত্যজিৎ রায় থেকে রবীন্দ্রনাথ ঠাকুর সবাই আমার প্রিয়।
– বুঝলাম। নতুন লেখক দের লেখা পড়েন নাকি?
– সব পড়ি আমি। তবে লেখক বুঝে। যেমন সম্প্রতি একজনের লেখা খুব ভালো লাগছে।
– কার?
– আরে নাম জানিনা। উনি আর্যভট্ট ছদ্মনামে লেখেন। যাই হোক এবার আপনার সম্পর্কে একটু শুনি।
– ওহ। আমি ব্যাঙ্কে চাকরি করি। শুনেছেন হয়তো।
– হ্যাঁ। সেইজন্যেই তো আপনাকে আমাকে দেখতে আসতে বলেছে বাবা।
– মানে?
– আরে কালো টাকা সাদাও হয়ে যাবে। আর জামাই ও হয়ে যাবে মেয়ের জন্যে। এক ঢিলে দুই পাখি।
– কি সাংঘাতিক!
– যাই হোক এবার আর কী করেন বলুন।
– সিরিয়াল দেখি। তবে মেম বউ টাইপ না। Game Of Thrones টাইপ।
– very good! আর?
– গান করি।
– সেটা শুধু বাথরুমে নয়তো।
– যেখানে যেই অবস্থায় বলবেন গেয়ে দেবো।
– Don’t be so sure about that. আর কি করেন?
– আর কিচ্ছু না।
– হুম। বুঝলাম।
– ওহ। আর একটা জিনিস…
– হ্যাঁ বলুন।
– খুব ভালো ভাবে observe করি সব কিছু।
– বাহ! ভালো তো বেশ!
– হ্যাঁ। যেমন ধরুন আপনি এখন ভাবছেন আমি একটা ব্যাপার কেন গোপন করে গেলাম আপনার কাছে।
– আপনি.. জানলেন কি করে?
– আপনার ঘরে আসার আগে তিনটে পত্রিকা দেখলাম পাশের ঘরের টেবিলে। ওগুলো প্রায় ৪-৫ মাসের পুরোনো সংখ্যা। কিন্তু তাও নতুনের মত রয়েছে। কিন্তু আপনি বললেন আপনি প্রচুর বই পড়েন। তাও এত পুরোনো সংখ্যা নতুন এর মত থাকার কারন কী হতে পারে?
– কি হতে পারে?
– এটাই যে আপনি আমার আসল পরিচয় জানেন। আর সেই কারনেই আমি দেখতে আসব শুনে। ওই পত্রিকাগুলো খুব সম্প্রতি কিনে শুধু আমার অর্থাৎ আর্যভট্ট এর লেখা গুলো পড়েছেন। তাই ওগুলো এখনো নতুনের মত রয়েছে। এবং আরও একটা জিনিস…
– কী?
– আপনার আমাকে ভালো লেগেছে। তাই Impress করার জন্যেই আমার প্রশংসা করলেন।
– আপনি বাড়িতে একা থাকেন?
– হ্যাঁ কেন বলুন তো?
– চলুন। উঠুন।
– মানে? কোথায় যাবেন?
– টেস্ট ড্রাইভে যাবো।

পাকা দেখা ৪

Arnab Mondal


হিজিবিজি লেখা আর বিরিয়ানি নিয়ে Phd করছি আর আকাশবাণী কলকাতায় নিজের কন্ঠস্বর ভাড়া দিয়ে সংসার চালাচ্ছি।


Post navigation


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করবেন না দাদা/দিদি