– আরে!! দাদা ধাক্কা মারছেন কেন তখন থেকে??
– প্লিজ! এরকম বলবেন না!
– মানে? আপনি পূজোর প্যান্ডেলে ঢোকার লাইনে দাঁড়িয়ে ধাক্কা মারবেন আর সেটা বলা যাবে না?
– না না। সেটা বলছি না।
– তাহলে কী বলছেন?
– বলছি আমায় দাদা বলবেন না!! আপনাকে বোন ভাবতে কষ্ট হবে।
– লাইফটাকে কী দেব এর সিনেমা মনে হচ্ছে?পূজোর প্যান্ডেলে মেয়েদের লাইন মারছেন??
– ইস!! সরি দিদি! আর নেওয়া গেল না।
– কেন কেন?
– কিছু না! সামনে এগোতে থাকুন। লাইন এগোচ্ছে।
– বলে ফেলুন! চেপে রাখবেন না!
– আপনি দেবের সিনেমা দেখেন জানলে লাইনে পেছন থেকে ১০ জন মিলে জোরে ধাক্কা মারলেও আপনার গায়ে পড়তাম না। এখন গিয়েই স্নান করতে হবে।
– যে বলল দেব এর সিনেমা দেখি?
– এই তো বললেন যে দেবের সিনেমায় পূজোর প্যান্ডেলে মেয়েকে লাইন মারার ব্যাপার রয়েছে।
– ওটা উপমা ছিল। খিস্তির থেকে এতে কাজ হয় বেশী!
– ওহ! বুঝলাম। তা একাই এসেছেন?
– Excuse Me??
– আপনি একা পূজো দেখতে বেরিয়েছেন কিনা জানতে চাইলাম।
– তাতে আপনার কি??
– নাহ! কিছু না। Sorry. ঠাকুর দেখুন আপনি।
– হ্যাঁ আর আপনি মামনিতে concentrate করুন।
– আমি ওরকম ছেলে নই। আমি মেয়ে দেখিনা।
– ওহ আচ্ছা। শুধু পেছনে ধাক্কা মারেন মেয়েদের? ওতেই হয়ে যায় আপনার?
– আরে পেছন থেকে অন্য লোক ধাক্কা মারলে কী করব?

*ভীড়ের মধ্যে থেকে কেউ একজন* – ভাই প্রেমালাপ প্যান্ডেলের বাইরে গিয়ে করিস। রাস্তাটা ক্লিয়ার কর।

– চলুন বাইরে যাই।
– আপনার সাথে যাব কেন? আপনি যান আমি যাচ্ছি আপনার পেছনে।
– আপনার কি সমস্যা আছে কোথাও??
– কেন বলুন তো?
– পেছন নিয়ে এত Obsessed কেন আপনি? এতক্ষন ধাক্কা দিয়েও শখ মেটেনি?
– আরে বাবা বলছি তো ওটা Accidentally হয়ে গেছে।
– Accidentally যদি এবার আমি চিৎকার করি কত ছেলে ছুটে আসবে জানেন?
– তাপস পালের মত হুমকি দেবেন না। উফ!!
– আপনি আমায় তাপস পাল বললেন?
– আপনি আমায় দেব বলেছেন প্রথমে!
– তাই বলে তাপস পাল??
– দেব বেটার বলছেন?
– ফুচকা!!!
– আজ্ঞে?
– ফুচকা খাইয়ে প্রায়শ্চিত্ত করতে হবে আপনাকে!
– মানে আপনি আমায় খাওয়াবেন তো?
– বাইরে চলুন। তারপর decide করা যাবে কে কাকে কী খাওয়াবে!
– ইস! Dual Meaning টা বাজে ছিল।
– তাড়াতাড়ি চলুন না হলে আবার দেব দা বলে ডেকে দেব!
– উফ!! আপনি বড্ড ইয়ে! চলুন। -_-

সব চরিত্র কাল্পনিক ৩

Arnab Mondal


হিজিবিজি লেখা আর বিরিয়ানি নিয়ে Phd করছি আর আকাশবাণী কলকাতায় নিজের কন্ঠস্বর ভাড়া দিয়ে সংসার চালাচ্ছি।


Post navigation


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করবেন না দাদা/দিদি