– এই যে!!!
– আমায় বলছেন?
– ন্যাকামো করছেন কেন? আপনি বুঝতেই পারেননি মনে হচ্ছে!
– এ বাবা! আপনি রেগে যাচ্ছেন কেন?
– আপনি আমার ছবি তুললেন কেন?
– আপনার ছবি? আমি তো প্রকৃতির ছবি তুলছিলাম।
– চ্যাংড়ামি হচ্ছে? দেখবেন আওয়াজ দেবো। ছেলেরা ছুটে আসবে।
– আরে তাপস পালের মত কথা বলছেন কেন? আপনিও তো প্রকৃতির অঙ্গ। কাজেই আপনার ছবি তোলা মানেই তো প্রকৃতির ছবি তোলা।
– Shut up!! আপনাদের মত ছেলেদের না –
– মিউজিয়ামে রাখা উচিত? বিয়ে করা উচিত?
– থাপ্পড় মারা উচিত।
– এই রে!! এসবের আবার কি দরকার বলুন তো!!?
– মায়ের কাছে শুনেছেন কখনো যে আপনার বাবা অচেনা অবস্থায় ছবি তোলার পর আপনার মায়ের সাথে বিয়ে হয়েছিল কিনা!!
– না তা শুনিনি, তবে তখন তো DSLR ছিল না কাজেই We can’t know for sure!
– নিজের থোবড়াটা আয়নায় দেখেছেন?
– “আমি রূপে তোমায় ভোলাব না, হিউমরে ভোলাবো!”
– ছবিটা দেখি।
– কিসের ছবি?
– প্রকৃতির ছবি। যেটা তুললেন এই মাত্র।
– ওহ। ওটা। এই তো… দেখুন।
– হুম।
– কি হুম?
– anindita.221b@gmail.com.
– কি করব এটা নিয়ে?
– ছবিটা নিয়েই বা কি করবেন? পাঠিয়ে দেবেন। ডিপি করব।
– হোয়াটস অ্যাপ এও পাঠাতে পারি কিন্তু।
– না পারেন না। কোন request থাকলে মেল করবেন।
– ঠিক আছে। তাই সই।

সব চরিত্র কাল্পনিক – ১

Arnab Mondal


হিজিবিজি লেখা আর বিরিয়ানি নিয়ে Phd করছি আর আকাশবাণী কলকাতায় নিজের কন্ঠস্বর ভাড়া দিয়ে সংসার চালাচ্ছি।


Post navigation


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করবেন না দাদা/দিদি