–       বাবা

–       হ্যাঁ রে বল।

–       একটা কথা জিজ্ঞেস করব?

–       বল না।

–       আচ্ছা আমার ভাই হবে না বোন?

–       এই রে। এভাবে তো বলা যায় না সেটা।

–       কেন বলা যায় না?

–       তা তো জানিনা।

–       তাহলে কে জানে?

–       কেউ জানে না রে।

–       মাও জানে না?

–       না রে।

–       আচ্ছা মা কি আমাদের ব্যাপার টা জানে? মানে আমার আর তোমার…

–       নাহ্‌। জেনে যাবে কিছুক্ষনের মধ্যে। ওই তো ওরা আসছে দেখতে পাচ্ছি।

–       আচ্ছা বাবা ঠিক কি হয়েছিল বল না। আমার না ঠিক মনে নেই। শুধু মনে আছে একটা ফ্লাইওভারের নীচ দিয়ে যাচ্ছিলাম গাড়িতে।

–       কোল্ডপ্লের গান শুনিস না তুই?

–       না। আমি বুঝি না। তুমি শোনো?

–       হ্যাঁ। কেন শুনব না? দারুন লাগে আমার।

–       কোল্ডপ্লের গানের সাথে এটার কি সম্পর্ক?

–       ছাড় এই রেফারেন্স দিলে অনেকেই বুঝতে পারবে না।

–       অনেকে মানে? আর কে?

–       এই যারা সময় নষ্ট করে পড়ছে আমার আর তোর কথাগুলো।

–       আচ্ছা বাবা আমি আমার ভাই বা বোন এর সাথে খেলতে পারব?

–       (দীর্ঘশ্বাস) না রে বাবা। ওটা আর পারবি না। তবে হ্যাঁ, দেখতে পারবি কাছ থেকে ছুঁতে পারবি না।

–       ও আমায় দেখতে পাবে না?

–       ওই দেখ ওরা এসে গেছে। দরজায় ধাক্কা দিচ্ছে।

–       ওই তো মা। এই মাত্র ঠাকুর ঘর থেকে বেরোলো তাই না?

–       হুম।

–       এবার বলো।

–       কি?

–       আমাকে বোন দেখতে পাবে?

–       তুই চাস তোর বোন হোক?

–       হ্যাঁ। তুমি বলো না।

–       না। পাবে না।

–       মা এর কি শরীর খারাপ করল? মা ওরকম করছে কেন? মাথায় হাত দিয়ে?

–       ওরা বোধ হয় বলল সব।

 

 

–       বাবা

–       হুম?

–       কোল্ডপ্লের গানটার নাম কি?

–       Scientist। কেন?

–       ডাউনলোড করব ভিডিও টা। আমার এখনো মনে পড়ছে না ঠিক কি হয়েছিল।

–       তার থেকে কলকাতা ট্রাফিক পুলিশ এর সিসিটিভি ফুটেজ টা নামা। এর মধ্যেই ভাইরাল হয়ে গেছে। আরও ভাল বুঝতে পারবি।

–       আচ্ছা তাই নামাই। তোমার স্মার্টফোন টা দাও? থ্রি জি চলছে তো এখনো?

ফ্লাই’ Over

Arnab Mondal


হিজিবিজি লেখা আর বিরিয়ানি নিয়ে Phd করছি আর আকাশবাণী কলকাতায় নিজের কন্ঠস্বর ভাড়া দিয়ে সংসার চালাচ্ছি।


Post navigation


2 thoughts on “ফ্লাই’ Over

  1. dui vuter goppo… 🙂 sotti sotti khub sundor hoychhe.. noile portam e na.. comment to durer kotha 🙂

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করবেন না দাদা/দিদি